চকরিয়ার থানার ওসিকে ২৪ ঘন্টার মধ্যে প্রত্যাহারের নির্দেশ

Messenger creation D9929A06 8057 4151 919C A342D7089841

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

print news
Haji-Biryani

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :কক্সবাজারের চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর কাদের ভূঁইয়াকে ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করতে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।তিনি  শনিবার (১মার্চ) কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় মৌখিক ভাবে এই নির্দেশ দেন।এ সময় এক সাংবাদিকের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিক চট্টগ্রাম রেঞ্জের ডিআইজিকে মোবাইলে ফোন দিয়ে চকরিয়ার ওসিকে ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের এই নির্দেশ দেন। আইন-শৃঙ্খলা সভায় উপস্থিত একাধিক সাংবাদিক জানান, চকরিয়া থানার ওসির বিরুদ্ধে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে বিভিন্ন বিষয়ে অভিযোগ তুলে ধরেন। স্থানীয় ওই সাংবাদিক সংবাদ প্রকাশ করায় তাকে আটক করে চকরিয়া থানায় রেখে নির্যাতন করা হয় এবং মিথ্যা মামলা রুজু করে জেলহাজতে প্রেরণ করা হয় বলে দাবী করেন। ওই সাংবাদিকের অভিযোগের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশকে ফোনকলের মাধ্যমে অভিযুক্ত ওসিকে ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ওসি মনজুর কাদের ভুঁইয়া প্রত্যাহারের বিষয়টি জানতে চাইলে চকরিয়া সার্কেলের সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার এমএম রকীব উর রাজা নিশ্চিত করেছেন।

 

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

Rk-Enterprises