চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়ায় প্রেমের ফাঁদে ফেলে এক স্কুলছাত্রীকে অপহরণপূর্বক ধর্ষণ ও ধর্ষণের সময় নগ্ন ভিডিও ধারণ করে তা ফেসবুকে ছড়িয়ে দেয়ার হুমকির অভিযোগে মো. রাকিব বাদশা (২২) নামে এক যুবককে চট্টগ্রাম মহানগরী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৪ সেপ্টেম্বর সোমবার ভোরে রাকিব বাদশাকে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার সিএন্ডবি কলোনী থেকে গ্রেপ্তার করা হয়।রাকিব চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের মছন আলী সিকদার পাড়ার মনজুর আলমের ছেলে।চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ মাহমুদ বলেন, গত ২২ জুন বিদ্যালয় যাওয়ার পথে ওই স্কুলছাত্রীকে সিএনজি যোগে জোরপূর্বক অপহরণ করে স্থানীয় একটি খামার বাড়িতে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে রাকিব।বিষয়টি মোবাইলে ভিডিও ধারণ করে তার এক সহযোগী। ধর্ষণের ঘটনাটি প্রকাশ করলে ধারণ করা ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় রাকিব। পরে বিষয়টি স্কুলছাত্রী পরিবারকে জানালে গত ১৪ জুলাই তার মা বাদী হয়ে চকরিয়া থানায় একটি মামলা রুজু করেন। মামলার পর থেকে বখাটে যুবক রাকিব পলাতক ছিলেন।ওসি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হারবাং পুলিশ ফাঁড়ির এসআই মহসিন চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি টিম চট্টগ্রামের চান্দগাঁও থানার সিএন্ডবি কলোনী থেকে রাকিবকে গ্রেপ্তার করা হয়। সোমবার বিকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
চট্টলা প্রতিদিন, মোবাইল : ০১৮১৭ - ৭৬৬৭৭১ - ইমেইল : [email protected]
© All rights reserved © 2023 Chattala Protidin