চকরিয়ায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান : ৫ দোকানিকে ৯ হাজার টাকা অর্থদন্ড

Messenger creation AE20ACDE EE4A 4D58 B822 7E5155A5BB46

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

print news

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া : সরকার ঘোষিত নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রমের আওতায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা ও  বাজার নিয়ন্ত্রণসহ শৃঙ্খলারক্ষার্থে কক্সবাজারের চকরিয়া পৌরশহরের কাঁচা বাজারে অভিযান চালিয়েছে প্রশাসনের ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট। এ সময় আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে ও নিত্যপণ্যে দ্রব্যমূল্যের তালিকা না টাঙানোর দায়ে বেশকিছু দোকানে জরিমানা করা হয়।

বুধবার (৩০অক্টোবর) বিকাল থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত চকরিয়া পৌরশহরে কাঁচাবাজার ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ফখরুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।

অভিযানের ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ফখরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, বর্তমান সরকার সারাদেশে নিত্য প্রয়োজনীয় পণ্যের দ্রব্যমূল্য স্থিতিশীল ও স্বাভাবিক রাখতে জোরালো প্রদক্ষেপ গ্রহণ করেছেন। সরকারের নির্দেশনার

আলোকে জেলা প্রশাসনের নির্দেশনা মতে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রমের আওতায় দ্রব্যমূল্য স্থিতিশীল এবং স্বাভাবিক রাখতে প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত চকরিয়া পৌরশহরের কাঁচা বাজারেও অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় বিভিন্ন দোকানে দ্রব্যমূল্যের তালিকা না টাঙানোর দায়ে ও নির্ধারিত মূল্যের চেয়ে ক্রেতাদের কাছ থেকে পণ্যের চড়াও দাম নেয়ার অপরাধে পাঁচ প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা অর্থদন্ড করা হয়।

তিনি আরো জানান, যেসব দোকানে এখনো পর্যন্ত পণ্যের মূল্য তালিকা টাঙানো হয়নি সংশ্লিষ্টদেরকে নির্দেশনা ও সতর্কতা করা হয়েছে। যারা আইন অমান্য করবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হবে। জনস্বার্থে বাজার স্থিতিশীল রাখতে এ উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

অভিযানের সময় চকরিয়া পৌর প্রশাসনিক কর্মকর্তা (পৌর সচিব) মাসউদ মোর্শেদসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও পৌরসভার বিভিন্ন কর্মচারী উপস্থিত ছিলেন।

 

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ