চকরিয়ায় তামাক চুল্লিতে লাকড়ি দেয়ার সময় বন্যহাতির আক্রমণে গৃহবধূর মৃত্যু

images

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

print news
Haji-Biryani

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় দলছুট বন্য হাতির আক্রমণে জান্নাত আরা (৪৩) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার দিনগত রাত ৩টার দিকে উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের উত্তর সুরাজপুর চেয়ারম্যানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দিন হাতির আক্রমণে গৃহবধূ নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত গৃহবধূ জান্নাত আরা ওই এলাকার ফজলুল করিমের স্ত্রী ও ছয় সন্তানের জননী। স্থানীয় এলাকাবাসী ও বন বিভাগ সূত্রে জানা গেছে, শনিবার দিনগত রাত ৩টার দিকে গৃহবধূ জান্নাত আরা নিজ বাড়ির অদূরে তামাক চুল্লিতে লাকড়ি দিয়ে আগুন দিচ্ছিলেন। এ সময় দলছুট একটি বন্য হাতির আক্রমণের শিকার হন তিনি। হাতির পায়ের চাপে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ওই গৃহবধূর মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা এগিয়ে আসলেই দলছুট  হাতিটি পাহাড়ের দিকে চলে যায়।

কক্সবাজার উত্তর বনবিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দিন বলেন, বন্য হাতির দল প্রায় সময় খাদ্যের সন্ধানে লোকালয়ে নেমে আসে। শনিবার রাতে একটি দলছুট বন্য হাতি সুরাজপুর গ্রামের লোকালয়ে এসেছিল। এ সময় হাতির আক্রমণে জান্নাত আরা নামে এক গৃহবধূর মৃত্যু হয়। দুর্ঘটনায় নিহত পরিবারকে বনবিভাগ কর্তৃক আর্থিক সহযোগিতা প্রদানের চেষ্টা থাকবে বলে তিনি জানান।

 

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

Rk-Enterprises