নিজস্ব প্রতিবেদক, চকরিয়া : কক্সবাজারের চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান মক্কী ইকবাল হোসেনকে আটক করেছে থানা পুলিশ।এছাড়াও পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আ:লীগ ও সহযোগী সংগঠনের ৪ নেতা-কর্মীকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানায়, রবিবার বিকেলে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের নিজ এলাকা থেকে আটক করা হয় ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ নেতা মক্কী ইকবাল হোসেনকে। এছাড়াও পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের দরবেশকাটা থেকে মাতামুহুরী উপজেলা আওয়ামী লীগের নেতা ইকবাল দরবেশী, খুটাখালী ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক মো. জসিম উদ্দিন, ডুলাহাজারা ইউনিয়নের রংমহল থেকে ৯নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আবদুল হামিদ সোনামিয়া, চকরিয়া পৌরসভার চার নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী মো.বেলাল উদ্দিনকে নিজ এলাকা থেকে আটক করা হয়।
এ ব্যাপারে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুর কাদের ভুইঁয়া জানান, আটক ইউপি চেয়ারম্যান মক্কী ইকবাল হোসেনসহ আ:লীগের ৫ নেতাকর্মী আটক করা হয়েছে। আটক ইউপি চেয়ারম্যান মক্কী ইকবাল হোসেনের বিরুদ্ধে কী অপরাধ রয়েছে তা খতিয়ে দেখে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
চট্টলা প্রতিদিন, মোবাইল : ০১৮১৭ - ৭৬৬৭৭১ - ইমেইল : [email protected]
© All rights reserved © 2023 Chattala Protidin