ফটিকছড়ি প্রতিনিধি: মাইজভান্ডারি গাউছিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি দক্ষিণ ধর্মপুর শাখার উদ্যাগে পবিত্র শোহদায়ে কারবালা স্বরণে মিলাদে মোস্তফা (দঃ) ও বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারি (কঃ) চন্দ্র মাসিক ফাতেহা তাওয়াল্লাদে গাউছিয়া শরীফ সংবর্ধনা স্মারক প্রদান ও দ্বি বার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে।
গত ২০ জুলাই (বৃহস্পতিবার) সন্ধ্যায় হাজি আবদুল মালেক মার্কেটস্হ কার্যালয়ে এ কাউন্সিল সম্পন্ন হয়। শাখার সভাপতি ফজল করিম কোম্পানির সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন গাউছিয়া হক কমিটি ফটিকছড়ি দক্ষিণ (ঘ) জোনের সমন্বয়ক সাংগঠনিক প্রতিনিধি মাস্টার নাসির উদ্দীন।
সাধারণ সম্পাদক সৈয়দ মুহাম্মদ জিয়া উদ্দীন কাদেরী পরিচালনায় অনুষ্ঠিত দ্বি-বার্ষিক কাউন্সিল সভায় বিশেষ অতিথি ছিলেন, দক্ষিণ ধর্মপুর শাখার উপদেষ্টা দিদার আলম, জমির উদ্দীন পারভেজ 'জাহাঙ্গীর কন্টেন্টার প্রমুখ।
অনুষ্টানে বক্তব্য রাখেন মাস্টার সৈয়দ আনোয়ার হোসেন, সাবেক সভাপতি ও ব্যাংকার জাহেদ আসিফ। এসময় উপস্থিত ছিলেন, শাখার সাবেক সাধারন সম্পাদক সাব্বীর আলম, আলোকধারা পাঠাগারের কর্ম কর্তা শাহাবুদ্দিন রকি, তরুণ সংঘ ক্লাবের সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন সানী, প্রবাসী সদস্য এমরান হোসেন রনি, ইব্রাহিম, মওলানা ইকবাল হোসেন, সাকিব ওহিদ, জয়নাল,জাহেদ, রহিম বাবু প্রমুখ।
পরে সর্বসম্মতিক্রমে মওলানা শায়ের সৈয়দ জিয়াউদ্দীন কাদেরী কে সভাপতি ও জয়নাল সাধারণ সম্পাদক করে ২১ জন বিশিষ্ট এক কার্যকরী পরিষদ গঠন করা হয়।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সাংগঠনিক সম্পাদক মো.সাকিব, অর্থ সম্পাদক মো: ওহিদ, ধর্মীয় সম্পাদক তামিমুল ইসলাম হাবিব, পাঠাগার ও ছাত্র কল্যান সম্পাদক মোঃ সাহাবু উদ্দীন রকি, দপ্তর সম্পাদক মোঃ মিরাজ, প্রচার সম্পাদক মোঃ জাহেদ,আপ্যয়ন সম্পাদকঃ মো রহিম প্রমুখ।
চট্টলা প্রতিদিন, মোবাইল : ০১৮১৭ - ৭৬৬৭৭১ - ইমেইল : [email protected]
© All rights reserved © 2023 Chattala Protidin