কবির হোসেন,কাপ্তাই : রাঙামাটির কাপ্তাই উপজেলার নির্বাহী কর্মকর্তা মো: মহিউদ্দিন বলেন, গণমাধ্যম হলো একটি শক্তিশালী মাধ্যম। সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে সমাজ এবং রাষ্ট্রের সব কিছু তুলে ধরবেন।তিনি রবিবার (১৩ আগস্ট) বেলা ৩ টায় তাঁর দপ্তরে কাপ্তাইয়ে কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়কালে একথা বলেন।এসময় তিনি প্রশাসনের সকল কাজে সহযোগিতা করার অনুরোধ জানান। এবং সরকারের সকল উন্নয়নমূলক কাজ গণমাধ্যম তুলে ধরে সমাজ ও রাষ্ট্রের কাঠামো আরোও শক্তিশালী করার আহবান জানান।মতবিনিময় সভায় কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন, প্রেস ক্লাবের সভাপতি কাজী মোশাররফ হোসেন, সাবেক সভাপতি কবির হোসেন, প্রেস ক্লাবের সহ সভাপতি নজরুল ইসলাম লাভলু, সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, নির্বাহী সদস্য অর্নব মল্লিক সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।
চট্টলা প্রতিদিন, মোবাইল : ০১৮১৭ - ৭৬৬৭৭১ - ইমেইল : [email protected]
© All rights reserved © 2023 Chattala Protidin