নিজস্ব প্রতিবেদক, রাউজান: রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাউজানে সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীর ৬৯ তম জম্মদিন উপলক্ষে ব্যতিক্রমধর্মী কর্মসূচি পালন করছেন রাউজান পৌরসভা ছাত্রলীগ। ৬ অক্টোবর দুপুরে রাউজান ইংলিশ স্কুলের খুদে শিক্ষার্থীদের নিয়ে জন্মদিনের কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ। রাউজান পৌরসভা ছাত্রলীগের সভাপতি অনুপ চক্রবর্ত্তী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আসিফ এর নেতৃত্বে অনুষ্ঠিত কর্মসূচির মধ্যে ছিল আধুনিক উপজেলার জনক ফজলে করিম চৌধুরী এমপি সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করে দোয়া মাহফিল, খুদে শিক্ষার্থীদের মাঝে বেলুন, চকলেট ও শিক্ষা সামগ্রী বিতরণ। পরে ইংলিশ স্কুুলের ছাত্র ছাত্রী নিয়ে কেক কাটেন প্রধান অতিথি ও পৌর ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক শওকত হোসেন, উপজেলা যুবলীগের সহ সভাপতি সারজু মোহাম্মদ নাছের, ইংলিশ স্কুলের পরিচালক এসএম ইউছুফ আমিন, শিক্ষক জহির উদ্দিন, সাবেক জেলা ছাত্রলীগ নেতা দিপলু দে দিপু, ইমরান হোসাইন ইমু, তানভির হাসান চৌধুরী, ছাত্রলীগ নেতা ইমরান হোসেন জীবন, রাউজান কলেজ ছাত্রলীগের সভাপতি আরমান সিকদার, ছাত্রনেতা মোহাম্মদ আকরাম প্রমূখ।
চট্টলা প্রতিদিন, মোবাইল : ০১৮১৭ - ৭৬৬৭৭১ - ইমেইল : [email protected]
© All rights reserved © 2023 Chattala Protidin