চট্টলা ডেস্ক: সারাদেশে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে র্যাব। একই সাথে ঈদে নিরাপত্তায় যেকোনো পরিস্থিতি মোকাবেলায় র্যাবের হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে বলেও জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন। বুধবার সকালে জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা জানান তিনি। এসময় তিনি বলেন, ঈদকে কেন্দ্র করে সারা দেশে র্যাব কন্ট্রোল রুম, স্ট্রাইকিং রিজার্ভ, মোবাইল পেট্রোল, চেক পোস্ট, সিসিটিভির মনিটরিংসহ সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এছাড়া ৩৬০ ডিগ্রি ক্যামেরার মাধ্যমে চারদিক পর্যবেক্ষণ করা হবে। বিশেষ করে গ্রামের যারা যাচ্ছেন তাদের নিরাপত্তা নিশ্চিতের জন্য সড়ক, রেল ও নৌ পথে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। সম্প্রতি গাবতলীসহ বিভিন্ন এলাকা থেকে ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব মহাপরিচালক বলেন,সারা দেশে গুরুত্বপূর্ণ ঈদগাহগুলোতে নিরাপত্তা ব্যবস্থা থাকবে। সেগুলোতে পোশাকধারীর সাথে সাদা পোশাকে র্যাব সদস্যরা কাজ করবে। তিনি বলেন, প্রতি বছর কোরবানির পশু নিয়ে যেসব গাড়ি ঢাকায় প্রবেশ করে সেইসব গাড়ি থেকে চাঁদাবাজি করা হতো। কিন্তু এ বছর তেমন কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি। বিভিন্ন মাধ্যমে অপরাধীরা তৎপর রয়েছে জানিয়ে তিনি বলেন, আমাদের সার্ভার মনিটরিং টিম রয়েছে। তারা সার্বক্ষণিক কাজ করছে। অনলাইনে কেনাকাটাসহ বিভিন্ন ধরনের অপরাধের বিরুদ্ধে আমাদের নজরদারি আছে। তবে যারা অনলাইনে কেনাকাটা করবেন তারা সর্তকতার সাথে করার জন্য অনুরোধ করেন তিনি।
চট্টলা প্রতিদিন, মোবাইল : ০১৮১৭ - ৭৬৬৭৭১ - ইমেইল : [email protected]
© All rights reserved © 2023 Chattala Protidin