নিজস্ব প্রতিবেদক, কাপ্তাই : রাঙ্গামাটি কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ সিজার ছাড়াই ৫টি শিশু সন্তান প্রসবের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৪জুলাই২৪) বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক রনি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুইহুলা অং মারমা জানান, কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে গত ২৪ ঘন্টায় নরমাল ডেলিভারির মাধ্যমে ৫টি শিশুর জন্ম হয়েছে। মা ও শিশু তারা সবাই সুস্থ আছেন। তিনি আরো জানান অন্য আরোও একজন ডেলিভারি রোগ পরিবারের কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনী কনসালটেন্ট ডা. তফিকুন নাহার মোনার তত্ত্বাবধানে হাসপাতালের চিকিৎসক ও দক্ষ নার্সগনের সহযোগিতায় এটি সম্ভব হয়েছে। এ উপলক্ষে সকল ডাক্তার ও নার্সদের মাঝে খুশিতে মিষ্টি বিতরণ করা হয়েছে বলে ডাঃ রুইহুলা অং মারমা উল্লেখ করেন। উপজেলা স্বাস্থ্য ও পঃপ কর্মকর্তা আরো জানান, মাতৃমৃত্যুর হার কমাতে এবং নরমাল ডেলিভারি নিরাপদ করতে এই হাসপাতালে দক্ষ চিকিৎসক, নার্সসহ সকলে কাজ করে যাচ্ছেন। এতে করে কাপ্তাইয়ে নরমাল ডেলিভারির সংখ্যা বাড়ছে এবং দিন দিন নরমাল ডেলিভারিতে প্রসূতিদের আগ্রহ বাড়ছে। হাসপাতালে নিয়মিত নরমাল ডেলিভারির মাধ্যমে শিশুর জন্ম হয়ে আসলেও, এক সাথে ৫ শিশু জন্ম নিয়েছে নরমাল ডেলিভারির মাধ্যমে। যেটি হাসপাতালের জন্য অনেক সুখবরের বিষয়। গর্ভবতী মায়েদের প্রসব পূর্ববর্তী ও পরবর্তী চিকিৎসা ও পরামর্শ প্রদান করা হচ্ছে। হাসপাতালে বাচ্চা প্রসব করানো হলে একইসাথে মা ও শিশুর মৃত্যুর ঝুঁকি হ্রাস পায়, পাশাপাশি কোনো প্রকার অর্থও ব্যয় হয় না। এদিকে হাসপাতালে নরমাল ডেলিভারিতে বাচ্চা প্রসব করাতে পেরে সদ্য নবজাতক শিশুদের মা এবং পরিবার অনেক আনন্দিত। তারা হাসপাতালের প্রতি কৃতজ্ঞতা জানান। এবং কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতি স্থানীয় বাসিন্দাদের আরো আস্থা বাড়বে বলে জানান।
চট্টলা প্রতিদিন, মোবাইল : ০১৮১৭ - ৭৬৬৭৭১ - ইমেইল : [email protected]
© All rights reserved © 2023 Chattala Protidin