আওয়ামী লীগের কেন্দ্রীয় কৃষি ও সমবায় উপ কমিটিতে চকরিয়ার নিহাদ কায়েম

IMG 20231018 WA0042

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

print news

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি : প্রাচ্যের অক্সফোর্ড হিসেবে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ সত্তর থেকে বেড়ে ওঠা সাবেক ছাত্রনেতা নাছরুল কবির কায়েম নিহাদকে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটিতে তৃতীয় বারের জন্য সদস্য মনোনীত করা হয়েছে। তিনি কক্সবাজারের চকরিয়া উপজেলার লক্ষ্যারচর এলাকার কৃতি সন্তান। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নির্দেশে দলের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের স্বাক্ষরিত গত সোমবার এক দলীয়পত্রে ৭৫ সদস্যে বিশিষ্ট এ উপ-কমিটি অনুমোদন দেন। উক্ত কমিটিতে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্ঠামন্ডলীর সদস্য বিশিষ্ট কৃষিবিদ ড.মির্জা জলিলকে চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফরিদুন্নাহার লাইলীকে সদস্য সচিব করে এ কমিটি গঠন করা হয়। সাবেক ছাত্রনেতা নাছরুল কবির কায়েম নিহাদ দীর্ঘদিন ধরে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত রয়েছেন। তৃণমূলের রাজনীতি থেকে শুরু করে দীর্ঘ আন্দোলন সংগ্রামের মাধ্যমে নিজেকে রাজপথে সক্রিয় রেখে তার মেধা ও প্রজ্ঞা দিয়ে দলের নানাবিধ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তিনি রাজনৈতিক কর্মকান্ডে সক্রিয় অংশ গ্রহণের পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজে নিয়োজিত রেখেছেন। বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে দেশের শীর্ষ নেতাদের নিয়ে তৃণমূল আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনগুলোকে সু-সংগঠিত করতেও নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন সাবেক এ ছাত্রনেতা।আওয়ামী লীগের কেন্দ্রীয় কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য সাবেক ছাত্রনেতা নাছরুল কবির কায়েম নিহাদ বলেন, ২০১৬ থেকে ২০১৯, ২০১৯ থেকে ২০২২ এবং ২০২২ থেকে ২০২৫ পর্যন্ত পরপর তৃতীয় মেয়াদের জন্য টানা তিনবার বাংলাদেশ আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক কেন্দ্রীয় উপকমিটি তে কাজ করার সুযোগ পেয়েছি। তার জন্য আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতি। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জননেতা ওবায়দুল কাদের এমপি’র প্রতি। সেই সাথে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্ঠামন্ডলীর অন্যতম সদস্য ও কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান ড.মির্জা জলিল স্যার এবং কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক উপ-কমিটির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা ফরিদুন্নাহার লাইলী’র প্রতি।এদিকে, কক্সবাজারের চকরিয়ার কৃতি সন্তান সাবেক ছাত্রনেতা নাছরুল কবির কায়েম নিহাদ তৃতীয় বারের মতো বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য মনোনীত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

 

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ