আমরা থাকতে নয়, রাষ্ট্র সংষ্কার করতে এসেছি : ফটিকছড়িতে ত্রাণ উপদেষ্টা ফারুক ই আযম

462578762 946

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

print news

নিজস্ব প্রতিবেদক, ফটিকছড়ি : ফটিকছড়ি উপজেলা কেন্দ্রীয় পুজা মন্দির পরিদর্শনে এসে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বলেছেন- আমরা থাকতে নয়, এ রাষ্ট্রকে সংস্কার করতে এসেছি। আমাদের অন্তত একটা বছর সময় দেন, এতে বুঝা যাবে এ রাষ্ট্র কতটুকু সংস্কার হয়েছে।

ত্রাণ উপদেষ্টা আরোও বলেন, আমরা জাতি হিসেবে মানবিক জাতি। গত ১৫ বছরে এ রাষ্ট্রের নাগরিকদের বিরুদ্ধে চরম অন্যায় হয়েছে। সমাজ ভেঙ্গে খন্ড-বিখন্ডিত হয়েছে। বৈষম্যের চরম পর্যায়ে পৌঁছেছে। কিন্তু এ দেশের নাগরিক মানবিকতার পরিচয় দিয়ে দীর্ঘদিন নিরব ছিলেন। কিন্তু বৈষম্যের বিরুদ্ধে দেশের মানুষ জেগে উঠে বৈষম্যের বিষ দাঁত উপড়ে পেলেছে।

তিনি আরও বলেন, মানুষের কল্যাণ ছাড়া রাষ্ট্রে, প্রশাসনে, সমাজে দ্বিতীয় কোনো ভিত্তি নাই। মানুষ এখানে সম্মান মর্যাদার সাথে বসবাস করবে। আমরা একটি গর্বিত, আর্দশিক, ন্যায়ভিত্তিক রাষ্ট্র ঢেলে সাজাতে অঙ্গিকারাবদ্ধ। তিনি এ বছরের দুর্গাপূজা সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে শেষ হওয়ায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম, এডিসি সাদিউর রহমান জাদিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী, সেনা কর্মকর্তা মেজর মাহীর, সহকারী কমিশনার (ভূমি) মেজবাহ উদ্দিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি, ফটিকছড়ি থানা ওসি নূর আহমদ প্রমূখ।

 

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ