নিজস্ব প্রতিবেদক, রাউজান : রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ.বি.এম ফজলে করিম চৌধুরী এমপি'র কনিষ্ঠ সন্তান ইঞ্জিনিয়ার ফারহান করিম চৌধুরী ও রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ এর জন্মদিন উপলক্ষে অস্বচ্ছল রোগীদের মাঝে আর্থিক অনুদান প্রদান করেছে সেন্ট্রাল বয়েজ অব রাউজান। ১০ সেপ্টেম্বর রবিবার উপজেলা সদরের মুন্সির ঘাটাস্থ মাস্টার দা সূর্যসেন কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর সিনিয়র সহ-সভাপতি মইনুদ্দিন জামাল চিশতীর সভাপতিত্বে ও উপ-অর্থ সম্পাদক আরফানুল ইসলাম আবির এর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন পৌরসভার কাউন্সিলর জানে আলম জনি, সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম চৌধুরী, আজগর হোসাইন, তসলিম উদ্দিন, তপন দে, দীপলু দে দীপু। বক্তব্য রাখেন সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব, শাহরিয়ার হাসান সাকিব, জাকির হোসাইন, নোমান বিন আজিজি, মোঃ মিজানুর রহমান, সাজ্জাদ হোসাইন, তানভীর হায়দার, মইন উদ্দিন, হেলাল উদ্দিন ছোটন, শাউন উদ্দিন নিজাম, তানভীর হোসেন প্রমুখ।
চট্টলা প্রতিদিন, মোবাইল : ০১৮১৭ - ৭৬৬৭৭১ - ইমেইল : [email protected]
© All rights reserved © 2023 Chattala Protidin