৯ ও ১২ই রবিউল আউয়ালের জুলুস সফল করার আহবান জানান তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসা ও গাউছিয়া কমিটি

IMG 20240911 WA0042

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

print news

নিজস্ব প্রতিবেদক, রাউজান : আগামী ৯ ই রবিউল আউয়াল ১৩ই সেপ্টেম্বর  ঢাকায় ও ১২ ই  রবিউল আউয়াল ১৬ ই সেপ্টেম্বর চট্টগ্রামে আন্ঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট ও গাউছিয়া কমিটি বাংলাদেশের ব্যবস্থাপনায় এ জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দঃ) পীর আল্লামা  সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ,কাশেম শাহ ও হামিদ শাহ (মাদ্দাজিল্লুহুল আলির) সদারতে জশনে জুলুস অনুষ্ঠিত হবে। উক্ত জুলুসকে সফল করার লক্ষ্যে নোয়াপাড়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসার ব্যবস্থাপনায় ও গাউছিয়া কমিটি বাংলাদেশ নোয়াপাড়া ইউনিয়ন শাখার উদ্যোগে মাদ্রাসা ও  নোয়াপাড়া, কলেজ গেইট, মদুনাঘাটসহ কাপ্তাই সড়কজুড়ে  জাতীয় পতাকা, নানা ধরনের বাণী ও শ্লোগান লিখিত ব্যানার ও ফেস্টুন দিয়ে রাস্তার দুইপাস সুসজ্জিত করা হয়।  ১৯৭৪ সাল থেকে প্রতিবছর রবিউল আউয়াল মাসের ৯ ও ১২ তারিখে আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় ঢাকা ও চট্টগ্রামে এ জুলুস অনুষ্ঠিত হয়ে আসছে। আগামী ৯ই রবিউল আউয়াল ঢাকায় ও ১২ই রবিউল আউয়াল  চট্টগ্রামের  জুলুসকে সফল করার জন্য তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসার পরিচালনা পর্ষদ ও গাউছিয়া কমিটি বাংলাদেশ ১৩ নং নোয়াপাড়া ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ উর্দাত্ত আহবান জানান।

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ