

সুমন পল্লব,হাটহাজারী : চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার ৬নং ওয়ার্ড মোহাম্মদ আসহাব উদ্দিন রুবেল নামে একযুবক নিজ উদ্দ্যেগ নিজের পারিবারিক জায়গা থেকে মাটি নিয়ে প্রচীনতমা কবর সংস্কার করে এলাকাবাসীর প্রশংসায় কুড়িয়েছে। মোহাম্মদ আসহাব উদ্দিন রুবেল, বলেন এটা আমাদের বাপ দাদাদের দেওয়া প্রায় ৭০/৮০ বছরের পুরাতন পারিবারিক কবরস্থান। এখানে বন্যা দুর্গত এলাকা থেকে মৃত্যু বরণ করা শিশুদের এনে কবরস্থ করা হতো। স্থানীয় মুরব্বি মো. নুরুল ইসলাম বলেন এটা আমার জন্মের আগের কবরস্থান সংস্কার কাজে সহযোগিতাকারী সকলকে ধন্যবাদ জানাই, উপস্থিত মুরব্বিরা বলেন সমান্য বৃষ্টিতে তলিয়ে যাওয়ায় নিজেদের কৃষি জমি থেকে মাটি এনে ভরাট করছে সেই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। এসময় উপস্থিত ছিলেন মোহাম্মদ ইকবাল হোসেন, মোহাম্মদ এমরান, প্রবীন মুরব্বী নুরুল আলম, আবদুল মন্নান মোনাফ, মোহাম্মদ লোকমান প্রবাসী, নেজাম উদ্দিন প্রমুখ।
