হাটহাজারীতে অস্ত্রসহ ছিনতায়ীকারীকে আটক করেছে র‌্যাব-৭

IMG 20250216 WA0028

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

print news
Haji-Biryani

নিজস্ব প্রতিবেদক, হাটহাজারী : চট্টগ্রামের হাটহাজারী থেকে ছিনতাই পরিকল্পনা কালে বিপুল পরিমান দেশী অস্ত্রসহ একজন ছিনতাইকারী’কে আটক করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম। শনিবার রাতে র‌্যাব-৭হাটহাজারী ক্যাম্পের আভিযানিক দল
উপজেলা মধ্যম মার্দাশা সিকদার বাড়ি এলাকায় অভিযান চালিয়ে মোঃ রাসেল (২৬), নামে এক ছিনতায়ীকারীকে গ্রেপ্তার করা হয়। এই সময় কালো রংয়ের অস্ত্র সাদৃশ খেলনা পিস্তল এবং ১ টি লোহার তৈরি রামদা সহ বর্নিত স্থান থেকে কাঠের বাটযুক্ত সেভেন গিয়ার বিশিষ্ট ১টি ধারালো চাকু, একটি স্টীলের তৈরী বাটন, ১টি লোহার তৈরী ছেনি উদ্ধার উদ্ধার করেন। আটককৃত ব্যাক্তি নগরীর বায়োজিদ বোস্তামী থানার কুলগাঁ এলাকার মো:শাহ আলমের পুত্র। র‌্যাব সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় ছিনতাইকারী উপজেলার পৌর বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাইয়ের উদ্দেশ্যে দেশীয় ধারালো অস্ত্র সহ অবস্থান করছে। উপজেলার মধ্যম মার্দাশা সিকদার বাড়ি এলাকায় পৌছালে র‌্যাবের উপস্থিতি টেরপেয়ে কতিপয় ব্যক্তি কৌসূলে পালিয়ে যাওয়ার চেষ্টা কালে র‌্যাব সদস্যরা আসামী মোঃ আকট করতে সক্ষম হয়।গ্রেফতাকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, সে এবং তার অন্যান্য সহযোগীরা পরস্পর যোগসাজস দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় সাধারন পথচারীদের অস্ত্রের ভয় দেখিয়ে, স্বর্ণালংকার, মোবাইল ফোন , নগদ টাকা এবং মূল্যবান জিনিসপত্র ছিনতাই করে আসছিল মর্মে স্বীকার করে।গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে হাটহাজারী মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

Rk-Enterprises