হাটহাজারীতে চাঁদের গাড়ি কেড়ে নিল এক বৃদ্ধের প্রাণ

received 909096657377865

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

print news

নিজস্ব প্রতিবেদক, হাটহাজারী: চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারীর ধলই ইউনিয়নের মুনিয়াপুকুর পাড়ের সামান্য উত্তরে বাদামতল এন জেড কমিউনিটি সেন্টারের সামনে বেপরোয়া গতিতে আসা চাঁদের গাড়ি  ও সিএনজির মূখমূখী সংঘর্ষে সিএনজি যাত্রী দিপক মিত্র (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) দুপুর দেড়টার দিকে কাটিরহাটগামী সিএনজি গাড়িকে হাটহাজারীগামী জীপ গাড়ি চাপা দেয়। নিহত দিপক মিত্র (৫১)পটিয়া উপজেলার কচুবাই হোয়াতলী ইউনিয়নে। তিনি ২ ছেলে ও এক মেয়ের জনক।আহতরা হলেন, ফটিকছড়ির আবুল মনসুর চৌ.(৬৯) এবং সিএনজি চালক আবদুর রহমান (৪৫)। স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হাটহাজারী মুখী চাঁদের গাড়ি বেপরোয়া গতিতে ৩/৪ সিএনজি গাড়ি কে ওভারটেক করে কাটিরহাটমুখী সিএনজি গাড়ি কে ধাক্কা দেয়। এ সময় সিএনজিতে ৩ জন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয় । এ সুযোগে জীপ গাড়ির চালক ও হেলপার পালিয়ে যায়। হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা: সোহানি বিল্লাহ জানান, ৬০ বছর বয়সী দিপক মিত্র নামে এক বৃদ্ধ মারা যায় এবং  গুরুতর আহত একজনকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নাজিরহাট হাইওয়ে পুলিশের সেকেন্ড অফিসার আনিসুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থলে এসেছি। গুরুতর আহত ৩ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায় । তাদের পরিচয় পায়নি। তবে গাড়িটি জব্দ করা হয়।

 

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ