নিজস্ব প্রতিবেদক, হাটহাজারী : চট্টগ্রামের হাটহাজারী পৌরসভা মিরেরহাট চন্দ্রপুর হক সাহেব পাড়া এলাকায় ৫০০ গ্রাম গাঁজাসহ রুবেল (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় চট্টগ্রাম। গত (১০ আগষ্ট) অভিযান চালিয়ে তাকে হক সাহেবপাড়া সোলইমানের ভাড়া বাসা থেকে আটক করে। এ সময় ঘর তল্লাশি করে আধাঁ কেজি গাঁজা উদ্ধার করে। সে নিয়মিত মাদক বিক্রি করতে বলে জানা যায়। আটককৃত ব্যক্তি পৌরসভার আদর্শ গ্রাম উত্তর পাহাড় এলাকার মোহাম্মদ ওসমান গনি প্রকাশ (ঝিনুক ফকিরের) পুত্র।
সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস চট্টগ্রাম ক-সার্কেল (হাটহাজারী) এর একটি টিম পৌরসভার সোলাইমানের ভাড়া করে অভিযান পরিচালনা করে। এ সময় সাথে থাকা আধা কেজি গাঁজা উদ্ধার করে ও রুবেলকে আটক করে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে হাটহাজারী মডেল থানায় মামলা রুজুর হয়েছে,মামলা নং ৭, দুপুরে তাকে আদালতে প্রেরণ করেছে বলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস হাটহাজারী কর্তৃপক্ষ জানান।