এম বেলাল উদ্দিন, রাউজান : রাউজান হলদিয়া-ডাবুয়া জশনে জুলুছ বাস্তবায়ন (স্থায়ি)কমিটির সভা (২৬ আগস্ট)শনিবার বাদ আছর হযরত এয়াছিন শাহ পাবলিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে কমিটির আহবায়ক পীরে ত্বরিকত উস্তাজুল উলামা আলহাজ্ব আল্লামা অধ্যক্ষ ছৈয়্যদ মুহাম্মদ আহছান হাবিব (মা.জি.আ)সভাপতিত্বে অনুষ্টিত হয়।মহাসচিব আলহাজ্ব মাহবুবুল আলমের সঞ্চালনায় এতে কোরআন তেলোয়াত করেন মাওলানা আবুল বশর মাইজভান্ডারী,নাতে রাসুল (দ.)পরিবেশন করেন মাওলানা নুরুল আবছার রযভী।এতে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ আল্লামা কাজী সাঈদুল আলম খাকী,আল্লামা ইদ্রিছ আনসারী,এস এম বাবর,ফোরখান চৌধুরী,শাহাবু সওদাগর,মুহাম্মদ আলী মেম্বার,সৈয়্যদ মুহাম্মদ আলী আকবর তৈয়্যবি,আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আলী সিদ্দিকী,মাওলানা সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যবুর রহমান,আলহাজ্ব মাওলানা বাহাউদ্দিন মোহাম্মদ ওমর,মাওলানা এম বেলাল উদ্দিন।সভায় আগামি ২৩ সেপ্টেম্বর শনিবার জুলুছ অনুষ্টানের সিদ্বান্ত গৃহিত হয়।এছাড়া এবারের জুলুছের রেলী উত্তরসর্তা দরগাহ বাজার থেকে শুরু হয়ে মাওলানা দোস্ত মোহাম্মদ সড়ক, আমিরহাট বাজার প্রদক্ষিণ করে সরাসরি দক্ষিণ দিকে ডাবুয়া জগন্নাথ হাট বাজারে গিয়ে পুণরায় সেখান থেকে একই পথে ফিরে সর্তাব্রীজ সংলগ্ন মুহাম্মদিয়া ক্লাবে স্থানিয় আলেম ওলামাদের ত্বকরির,মিলাদ কিয়াম ও মোনাজাতের মাধ্যমে শেষ হবে।সভায় সকলের মতামতের ভিত্ততে জুলুছের স্থায়ি কমিটির নাম পরিবর্তন করে হলদিয়া-ডাবুয়া জশনে জুলুছ ঈদে মিলাদুন্নবী(দ.)বাস্থবায়ন কেন্দ্রিয় পরিষদ নতুন নাম করণ করা হয়।সভায় বিগত বছরের আয় ব্যয় উপস্থাপন করেন অর্থ সচিব আলহাজ্জ মাওলানা মুহাম্মদ আলী সিদ্দিকী। এতে সকলেই সন্তুষ্টি প্রকাশ করেন এবং আগামি রবিউসসানী মাসে ফাতেহায়ে ইয়াজদাহুম উদযাপনের প্রস্থাবও গৃহিত হয়।সর্বশেষ দোয়া মোনাজাত অনুষ্টিত হয়।