নিজস্ব প্রতিবেদক,রাউজান : রাউজান আমিরহাট হযরত এয়াছিনশাহ সিএনজি (অটোরিক্সা) সমবায় সমিতির উদ্যোগে শনিবার রাতে পবিত্র ঈদে মিলাদুন্নী(স.)উদযাপন উপলক্ষে বিশাল নূরানী ওয়াজ মাহফিল শনিবার রাতে এয়াছিনশাহ কলেজ হলরুমে মাইজভান্ডারী গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খানঁ আযহারীর সভাপতিত্বে অনুষ্টিত হয়েছে।এতে প্রধান অথিতির বক্তব্য রাখেন চট্টগ্রাম কলেজের সাবেক অধ্যাপক ড.নূ ক ম আকবর হোসেন।মাওলানা শহিদুল আলম ভান্ডারীর সঞ্চালনায় উদ্বোধক ছিলেন সাংবাদিক এম বেলাল উদ্দিন।প্রধান ওয়ায়েজিন ছিলেন আল্লামা মাহবুবুল হক নুরে বাংলা।ত্বকরির করেন মাওলানা জাফর আলম নুরী,বিগত সরকারের মিথ্যা মামলায় কারা নির্যাতীত আলেম তরুন বক্তা মাওলানা হাসান রেযা কাদেরী।শুভেচ্ছা বক্তব্য দেন সমিতির সেক্রেটারী মোঃ সরোয়ার।বিশেষ অথিতির বক্তব্যে দেন বিএনপি নেতা মোঃ মহিউদ্দিন জীবন।উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মোঃ নাসির উদ্দিন,মাস্টার মোস্তাফিজুর রহমান চৌঃ,মাওলানা মুহাম্মদ মনছুর উদ্দিন নেজামি,মাস্টার মোঃ হাছান,মোঃ মামুন মিয়া,ফরমান উদ্দিন চৌঃ,মাওলানা ছালেহ আকবর,যুবদল নেতা মোঃ ইউছুফ,মোঃ নুরু,প্রবাসী মোঃ জামাল উদ্দিন,মোঃ আবদুল কাদের,সমিতির সদস্য মোঃ মান্নান,মোঃ নাজিম উদ্দিন ভান্ডারী,মোঃ মুরাদ,মোঃ দুলাল,মোঃ আজম,মোঃ দিদার প্রমুখ।পরে মিলাদ কিয়াম,আখেরী মুনাজাত ও তাবরুক বিতরন করা হয়।