এম বেলাল উদ্দিন, রাউজান : রাউজান হযরত এয়াছিন শাহ পাবলিক (বহুমূখী) উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে এস এসসি পরীক্ষা-২০২৪ এ অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিভাবক, পরিচালনা পরিষদ, শিক্ষক পরিষদের সমন্বয়ে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ আজ (৬ আগস্ট) রবিবার স্কুল শ্রেণী কক্ষে স্কুলের প্রধান শিক্ষক মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্টিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্জ মাহবুবুল আলম। বক্তব্য রাখেন পরিচালনা কমিটির সদস্য মাওলানা এম বেলাল উদ্দিন, শিক্ষক প্রতিনিধি মাস্টার ফরিদ মিয়া,অভিভাবক আলহাজ্জ মাওলানা মুহাম্মদ আলী সিদ্দিকী, ফরমান চৌঃ, মোঃ সাইফুল, সুমি মারমা, হলাসি থুই মারমা, টিংকু গূহ, জেবুন নাহার, অজিত রায় প্রমুখ।অভিভাবক সমাবেশে অভিভাবক সহ মিলে গৃহীত সীদ্ধান্তগুলো মেনে চলতে হবে বলে জানান পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্জ মাহবুবুল আলম।তিনি বর্তমান সময়ে ছেলেরা পড়া লেখার প্রতি একদম মনযোগী নয় উল্লেখ করে বলেন লেখাপড়ার ব্যাপারে সম্মানিত অভিভাবক ও শিক্ষকদের কঠোর হতে হবে,শাষন বাড়াতে হবে। তাহলে আমরা সমাজকে ভাল কিছু দিতে পারব।
(১) কোন শিক্ষার্থী স্কুলে একদিন অনুপস্থিত থাকলে অভিভাবক সহ এসে তার যথাযত ব্যাখ্যা প্রদান পূর্বক শ্রেণী কার্যক্রমে অংশ নিতে হবে।(০২) নির্বাচনী পরিক্ষায় এক বিষয়েও অকৃতকার্য হলে ফরম পূরণের সূযোগ দেওয়া হবেনা।(০৩) সন্ধ্যা ৭টা থেকে রাত ১১ টা, ভোর সকাল ৫টা থেকে স্কুলে আসার আগ পর্যন্ত ঘরে লেখা পড়া করতে হবে।(০৪) ঘরে পিতা-মাতা পূর্ণ তদারকি করবেন নিজ নিজ সন্তানকে।(০৫) কোন শিক্ষার্থীর হাতে মোবাইল ফোন দেওয়া যাবেনা।(০৬) স্কুল পরিচালনা কমিটি যে কোন মুহুর্তে ঘরে গিয়ে লেখাপড়ার কার্যক্রম তদারকি করবেন।