সীতাকুন্ডে মোবাইল কোর্টের অভিযানে দুই প্রতিষ্ঠান কে জরিমানা

received 866876788880260

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

print news

নিজস্ব প্রতিবেদক, সীতাকুণ্ড:  সীতাকুণ্ডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে নির্বাহী ম্যাজিস্ট্র্যাট। বিকেল ৩ টায় পৌরসদর বাজারে অভিযান পরিচিত হয়। এ সময় দুই প্রতিষ্ঠানকে ১ হাজার ৫ শ টাকা জরিমানা করা হয়েছে বলে জানান নির্বাহী ম্যাজিট্র্যাট আবদুল্লা আল মামুন।তিনি বলেন, বিএসটি আই অনুমোদন না নিয়ে পন্য বিপননে বিসমিল্লাহ সুইটসকে ১ হাজার টাকা এবং ওজনে কম দেয়ায় মাছ বিক্রেতাকে ৫ শটাকা জরিমানা করা হয়েছে। উক্ত অভিযানে সহযোগিতায় ছিলেন প্রকৌশলী মাহফুজুর রহমান, প্রকৌশলী সজিব চৌধুরী সহ আইন শৃংখলা বাহিনী।

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ