সাবেক প্রধান মন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন পালন

Messenger creation 40b9e090 0e77 431e 8751 aed9019adcc9

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

print news
Haji-Biryani

এম জাহাঙ্গীর নেওয়াজ : চট্টগ্রাম উত্তর জেলা জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে, সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন অনুষ্ঠান জেলা মহিলা দলের সিনিয়র সহ সভাপতি এডভোকেট ফরিদা আকতারের সভাপতিত্ত্বে অনুষ্টিত হয়। তিন বারের প্রধানমন্ত্রী, বি এন পির চেয়ারপাসন, বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন উপলক্ষ্যে দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর মহিলা দলের নেত্রী বেগম ফাতেমা বাদশা,বিশেষ অথিতি ছিলেন রাহেলা জামাল, জেসমিনা খানম। এসময় চট্রগ্রাম উত্তর জেলা মহিলা দলের সহ সভাপতি জান্নাতুল ফেরদৌস, সাংগঠনিক সম্পাদক, তাসলিমা আকতার মনি, রাঙ্গুনিয়া থানা মহিলা দলের সভাপতি শাহিনুর বেগম, রাউজান থানা মহিলা দলের সাধারণ সম্পাদক ও সাবেক জেলার সহ সম্পাদক তাহেরা মহরম, জেলার সাবেক প্রচার সম্পাদক শাহনাজ চৌধুরী রীনা, জেলা নেত্রী সেলিনা আকতার, সুফিয়া আকতার, সুমাইয়া আকতার, রাজিয়া সুলতানা আন্জুম আরা, উপস্থিত ছিলে। এসময় দেশ নেত্রীকে মহান আল্লাহ যেন সুস্থতা দান করেন এবং মানবতার ও দেশের কল্যাণে যেন অবদান রাখতে পারেন।

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

Rk-Enterprises