সাংবাদিক রায়হানের বাবার ইন্তেকাল

aaaaaaaaaaaaa

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

print news

নিজস্ব প্রতিবেদক: রাউজান প্রেসক্লাবের সদস্য, দৈনিক মানবজমিন পত্রিকার রাউজান প্রতিনিধি সাংবাদিক রায়হান ইসলামের পিতা মোহাম্মদ রফিক সওদাগর ইন্তেকাল করেছেন (ইন্না….রাজেউন) ১৩ জুলাই বৃহস্পতিবার দুপুরে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের শেখ পাড়া গ্রামের নিজ বাড়ীতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে সন্তান ও তিন কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যায়। মরহুম রফিক সওদাগর রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের শেখপাড়া গ্রামের প্রয়াত আবুল কাশেমের ছেলে।

সাংবাদিক রায়হান ইসলামের পিতার মৃত্যুতে রাউজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলম, সাবেক সভাপতি মীর আসলাম, প্রদীপ শীল, এম. বেলাল উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি নেজাম উদ্দিন রানা, সহ-সভাপতি শাহেদুর রহমান মোরশেদ, এম. জাহাঙ্গীর নেওয়াজ, জিয়াউর রহমান, এম রমজান আলী, নির্বাহী সদস্য এম কামাল উদ্দিন হাবিবি, কামরুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান, যুগ্ম সম্পাদক লোকমান আনছারী, দপ্তর সম্পাদক আমির হামজা, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন, অর্থ সম্পাদক শাহাদাৎ হোসেন সাজ্জাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবিদ মাহমুদ, মহিলা বিষয়ক সম্পাদিকা প্রকৌশলী দিলু বড়ুয়া, সদস্য আরাফাত হোসেন, যীশু সেন, রতন বড়ুয়াসহ

রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন, রাউজান প্রেস ক্লাব ও ধর্মীয় সংগঠনসহ বিশিষ্টজনেরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন । এইদিন রাত নয়টায় মরহুমের নামাজে জানাজা শেষে তাদের পারিবারিক কবর স্থানে দাফন করার কথা রয়েছে।

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ