সমাজে থেকে অন্যায়-অবিচার দূর করে সত্য-ন্যায় প্রতিষ্ঠায় কারবালার শিক্ষা- মাহফিলে বক্তারা

received 825661658910014

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

print news

রাউজান প্রতিনিধি: মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ চিকদাইর ইউনিয়ন শাখা-২এর উদ্যোগে আহলে বাইতে রাসুল (সা:) এর স্মরণে শোহাদায়ে কারবালা মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বাদে এশা আব্দুল আলী জামে মসজিদে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন আব্দুল শুক্কুর সওদাগর। প্রধান আলোচক ছিলেন আল্লামা ওমর ফারুক নঈমী। আলমগীর হোসেনের সঞ্চালনায় বিশেষ অথিতি ছিলেন মাওলানা হাফেজ দৌলত খান, ওয়ার্ড কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক কোরবান আলী মিনকু, জসিম উদ্দিন, রমজান আলী, ছালে জঙ্গির, মঈনুদ্দিন মানিকসহ অনেকেই।

মাহফিলে বক্তারা বলেন, সমাজে থেকে অন্যায়- অবিচার দূর করে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করায় কারবালার শিক্ষা। ইমাম হোসাইন (রা.) কারবালার জমিনে নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ইসলামের বাগানকে উর্বর করে গেছেন।সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় অন্যায়-অসত্যের বিরুদ্ধে লড়াই করে কারবালার জমিনে শাহাদৎ বরণ করেন।সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য যে ত্যাগ স্বীকার করেছিলো ইমাম হোসাইন (রা:), তা মুসলিম উম্মাহর জন্য এক উজ্জ্বল ও অনুকরণীয় দৃষ্টান্ত।

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ