নিজস্ব প্রতিবেদক, রাউজান : রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ বলেছেন, বর্তমান সরকারের আমলে সনাতন সম্প্রদায়ের মানুষ স্বাধীন ভাবে ধর্মকর্ম পালন করতে পারছে।বিএনপি জামাত যখন ক্ষমতায় আসে সম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে।বঙ্গবন্ধু এদেশকে উদার গণতান্ত্রিক ও সকল সম্প্রদায়ের সম অধিকার সংবিধানে নিশ্চিত করেছে।কেউ এ সংবিধান লঙ্গন করলে আইনগত ব্যবস্থা নেবে প্রশাসন।তিনি ২১ অক্টোবর রাতে রাউজান শ্রী শ্রী জগন্নাথ সেবাশ্রম প্রাঙ্গনে ঢেউয়াপাড়া উদয়াচল সংসদ আয়োজিত শারদীয় দুর্গাপূজায় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।ঢেউয়াপাড়া উদয়াচল সংসদ পূজা উদযাপন কমিটির সভাপতি অশোক পালিতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দিবাকর বোসের সঞ্চালনায় উদ্বোধক ছিলেন রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন স্থানীয় কাউন্সিলর এড. দিলীপ কুমার চৌধুরী, বক্তব্য রাখেন দিলীফ কুমার চক্রবর্তী, টিপু কান্তি দে, ধীলন মুহুরী, সাংবাদিক প্রদীপ শীল, তপন দে, উজ্জ্বল কান্তি দাশ, দিপলু দে দিপু, যুবলীগ নেতা ছাবের হোসেন, ছাত্রলীগ নেতা নাছির উদ্দিন, আরমান সিকদার, উজ্জল দে, মোহাম্মদ তারেক, নিউটন চৌধুরী, টিটু চৌধুরী, ইমন সেন প্রমুখ। পরে প্রধান অতিথি সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেওয়া পঞ্চাস প্রতিযোগিদের মাঝে পুরুস্কার বিতরণ ও দুই শতাধিক নারী পুরুষের মাঝে বস্ত্র বিতরণ করেন।
সম্পর্কিত
দঃ রাউজানে বাবুর্চি সমিতির ঈদে মিলাদুন্নবী (দঃ)মাহফিল অনুষ্ঠিত
পড়া হয়েছেঃ ৪৭৬ এম কামাল উদ্দিন : দঃ রাউজান বাবুর্চি সমিতির উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) ও ফাতেহায়ে ইয়াজদাহুম উদযাপন…
রাউজানে ২২-তম সুন্নী কনফারেন্স কাল সোমবার সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ(রাহঃ) সালানা ওরশ মোবারক
পড়া হয়েছেঃ ৩৫৯ এম বেলাল উদ্দিন,রাউজান: গাউছিয়া কমিটি বাংলাদেশ রাউজান উত্তরসর্তা শাখার আয়োজনে ২২-তম তাজেদারে মদিনা সুন্নী কনফারেন্স ও দাওয়াতে…
রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে পাহাড়তলি গাউসিয়া কমিটির স্বাগত জুলুস
পড়া হয়েছেঃ ৭৫ নিজস্ব প্রতিবেদক, রাউজান : পবিত্র মাহে রবিউল আউয়ালকে (হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের মাস) স্বাগত জানিয়ে…