সংস্কার শেষে দেশে নির্বাচন: ফটিকছড়িতে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ

received 551475800911928

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

print news
Haji-Biryani

নিজস্ব প্রতিবেদক, ফটিকছড়ি : অর্ন্তবর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, রাষ্ট্রের সংস্কারের প্রয়োজনে অর্ন্তবর্তীকালিন প্রতিষ্ঠা হয়েছে। এর মধ্যে অনেক কিছুর সংস্কার করা হয়েছে। আর অল্প কিছু সংস্কার বাকী আছে। এ সংস্কারগুলো শেষ হলেই দেশে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা হবে। শুক্রবার (১ নভেম্বর) দুপুরে ফটিকছড়ির জামিয়া ইসলামিয়া আজিজুল উলূম (বাবুনগর) মাদ্রাসায় শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মত-বিনিময়কালে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন।

ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, যত তারাতারি সম্ভব রাষ্ট্রের সংস্কার করে একটি নির্বাচিত সরকারের কাছে আমরা ক্ষমতা দিয়ে যেতে চাই। মাঝখানে যদি আমরা ব্যর্থ হই এ রাষ্ট্রের ওপর দুর্যোগ নেমে আসবে। যা সামাল দেয়া এ জাতির জন্য কঠিন হবে।

ধর্ম উপদেষ্টা আরও বলেন, আমাদের দেশের চাকুরীর বড়ই অভাব। তবে প্রাথমিক বিদ্যালয় গুলোতে ধর্মীয় শিক্ষকের চাকুরীর অভাব নেই। সেখানে দেখা যায় অন্য ধর্মের শিক্ষকরাও ধর্মীয় বই পড়াচ্ছে। তিনি বলেন, ‘আমি শিক্ষা উপদেষ্টার সাথে কথা বলেছি যাতে প্রাথমিকের ধর্মীয় শিক্ষক পদে আলীয়া মাদ্রাসার মতো কওমী অঙ্গনের ছাত্ররাও এ পেশায় আসতে পারে।’

পরে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত পরিচালনা করেন হেফাজত ইসলামের আমীর ও বাবুনগর মাদ্রাসার মোহতামিম আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী। এ সময় আলেম-ওলা মার সাথে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক চৌধুরী।

 

 

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

Rk-Enterprises