শেখ কামাল-এর ৭৪ তম জন্মবার্ষিকীতে রাউজানে শ্রমজীবী মানুষের মাঝে খাবার ও অর্থ বিতরণ

IMG 20230805 WA0007

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

print news

এম কামাল উদ্দিন : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  পুত্রজ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল-এর ৭৪ তম জন্ম বার্ষিকী উপলক্ষে রাউজান পৌরসভার ব্যবস্থাপনায় শতাধিক শ্রম জীবী ও দুঃস্থ মানুষদের মাঝে খাবার ও নগদ অর্থ প্রদান করা হয়।

শনিবার দুপুরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে রাখেন রাউজানের সংসদ সদস্যসদ এ.বি.এম ফজলে করিম চৌধুরী।

অনুষ্ঠানে শতাধিক শ্রমজীবী ও দুঃস্থ মানুষের মাঝে খাবার ও নগদ অর্থ প্রদান করেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। এ সময় মেয়র বলেন, শেখ কামাল একটি আদর্শ আর অনুপ্রেরণার অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে এ দেশের মানুষের হৃদয়ে চির ভাস্বর হয়ে থাকবে।

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ