রাঙ্গুনিয়া বেতাগী শোহাদায়ে কারবালা স্বরণে মাহফিল অনুষ্টিত

Messenger creation ba38dd8c 5fc4 419a 9064 d2f8dc770b0b

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

print news
Haji-Biryani

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গুনিয়া : রাঙ্গুনিয়া বেতাগীতে হিজরী নববর্ষ ও আহলে বাইতে রাসুল (স:) এর স্বরণে পীরে কামেল কুতুবে জামান হযরত মাওলানা মুহাম্মদ জিল্লুর রহমান আলী শাহ (রহ:) ও চম্পাতলী কবর বাসীদের ইছালে ছাওয়াব উপলক্ষে শোহাদায়ে কারবালা আজিমুশান মিলাদ মাহফিল ১২ ই জুলাই শুক্রবার বাদে মাগরিব চম্পাতলী হযরত শাহ রাহাত আলী (র:) জামে মসজিদ প্রাঙ্গনে দরবারে বেতাগী আস্তানা শরীফের মেঝ শাহাজাদা মাওলানা জিয়াউর রহমান আহমদ উল্লাহ ( আবু শাহ) সভাপতিত্বে অনুষ্ঠিত হয় । হযরত শাহ রাহাত আলী (রহ:) স্মৃতি সংসদ ও বেতাগী রহমানিয়ার ব্যবস্থাপনায় মাওলানা মুহাম্মদ আকতার হোসাইন এর পরিচালনায় মাহফিলে প্রধান অতিথি ছিলেন বেতাগী রহমানিয়া জামেউল উলুম মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা মুহাম্মদ ইলিয়াস নুরী , বিশেষ অথিতি ছিলেন রাউজান ফতেহনগর অদুদিয়া ফাযিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মুহাম্মদ আবদুস শাকুর, উদ্বোধক ছিলেন চম্পাতলী হযরত শাহ রাহাত আলী (রহ:) জামে মসজিদের খতিব হযরত মাওলানা এ এফ এম বদরুদ্দিন, বিশেষ বক্তা ছিলেন বেতাগী রহমানিয়া জামেউল উলুম সিনিয়র মাদ্রাসার আরবি প্রভাষক হযরত মাওলানা নাজিম উদ্দিন আল কাদেরী, বেতাগী রহমানিয়া জামেউল উলুম সিনিয়র মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মুহাম্মদ আরিফুর রহমান (রাসেদ) অতিথি  ছিলেন , মাওলানা শেখ মুহাম্মদ আসিফ হোসাইন , বেতাগী রহমানিয়া জামেউল উলুম মাদ্রাসার শিক্ষক মাওলানা মুফাচ্ছেল চৌধুরী সহ অনেকেই উপস্থিত ছিলেন । মাহফিলে প্রধান অথিতি বলেন শাহাদাতে কারবালার এই মাসের অনেক গুরুত্ব রয়েছে এবং এই চম্পাতলী কবর বাসীদের ইছালে ছাওয়াব মাহফিলের এই আযোজনে কবরস্থান বাসী অতি ভাগ্যবান হিসাবে আখ্যায়িত করেন পরে দরুদ কেয়াম শেষে তবরুক বিতরণের মাধ্যমে মাহফিল সমাপ্তি হয়।

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

Rk-Enterprises