রাঙ্গুনিয়া প্রতিনিধি : হাজারো মানুষের উপস্থিতে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা আ.লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কামাল উদ্দিন চৌধুরী’র পিতা আলহাজ্ব আব্দুল মান্নান চৌধুরী (১০৫)’র নামাজে জানাযায় সম্পন্ন হয়েছে। তার মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড.হাছান মাহমুদ এমপি শোক প্রকাশ করেছেন।
৬ জুলাই বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় আলহাজ্ব আব্দুল মান্নান চৌধুরী ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুণীগ্রাহী রেখে যান।
একই দিন সন্ধ্যা ৭টায় পেয়ার মোহাম্মদ চৌধুরী বাড়ি জামে মসজিদ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় রাঙ্গুনিয়া উপজেলার আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। জানাযা শেষে পেয়ার মোহাম্মদ জামে মসজিদ কবরস্থানে দাফন করা হয়।