নিজস্ব প্রতিবেদক, রাঙ্গুনিয়া : পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের ফলাহারিয়া হযরত পাঠান আউলিয়া (রহ:) সুন্নিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং এলাকা বাসীর উদ্যোগে মিলাদ মাহফিল মাদ্রাসা মাঠে শনিবার (৭ অক্টোবর) সকালে অনুষ্ঠিত হয়েছে। হযরত পাঠান আউলিয়া (রহ:) ইসলামী সুন্নী সংস্থার সার্বিক সহায়তায় আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত মৎস্য খামারী এরশাদ মাহমুদ।প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক হাজী আবদুস সালাম। স্বাগত বক্তব্য দেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা হাকিম উদ্দিন। প্রধান বক্তা ছিলেন মাওলানা সেলিম উদ্দিন আল কাদেরী। বিশেষ বক্তা ছিলেন মাওলানা আবু নাছের।বিশেষ অতিথি ছিলেন সাবেক ইউপি সদস্য ফরিদুল আলম, প্যানেল চেয়ারম্যান জাহিদ হাসান তালুকদার, কোয়ান্টাম ফাউন্ডেশনের পরিচালক সাইফুর রহমান জুয়েল, মাওলানা নাছির উদ্দিন, মোহাম্মদ ইদ্রিচ সওদাগর, আব্দুল হাকিম সওদাগর, রাশেদ আলী, রেজাউল করিম, হিরু তালুকদার, রমিজ সওদাগর, মাহমুদুল হক সওদাগর, সফিউল আলম, মাওলানা আবুল কালাম চৌধুরী, কাজী মোহাম্মদ আলমগীর, মাওলানা নুরুল আজিম, হায়দার আলী, মতিউর রহমান, মাদ্রাসার সুপার কোরবান আলী, শিক্ষক এমদাদ হোসেন, মাওলানা মুহাম্মদ আলমগীর, খলিফা রেজাউল করিম, প্রিয়তোষ কান্তি দে প্রমুখ। শেষে মিলাদ, ক্বিয়াম ও মোনাজাতের মাধ্যমে বিশেষ দোয়া করা হয়।