

নিজস্ব প্রতিবেদক, রাউজান : রাউজান মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ নভেম্বর) সকালে স্কুলের হলে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও রাউজান উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক সাবেক ছাত্র নেতা শওকত হোসেন। প্রধান অতিথি ছিলেন রাউজান সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বি এম জসিম উদ্দিন হিরু। শিক্ষক সৌমেন দাশ গুপ্তের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোহাম্মদপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এস এম হাবিবুর উল্লাহ্, ইউপি সদস্য সাহাবুউদ্দিন, মহিলা ইউপি সদস্য লাকী চৌধুরী, প্রধান শিক্ষক নাজনীন পারবীন, শিক্ষক সুলতানা হামিদা খানম, ফিরোজা বেগম আযেশা আকতার,সৈয়দা সাজু আকতার, মোহাম্মদ সাইফ উদ্দিন, ঝিনু আকতার, মোহাম্মদ মনির উদ্দিন কাদের, আর্চিমান সরকার,দিদারুল ইসলাম দুলাল, সাহিল উদ্দিন, যুবলীগ নেতা খোরশেদুল আলমসহ ছাত্র-ছাত্রী অভিভাবক বৃন্দ। বক্তারা বলেন, সন্তানের সুন্দর ভবিষ্যৎ গঠনে মায়ের ভূমিকাই অপরিসীম।
