রাউজান মুহম্মদীয়া দরবারের ঈদে মিলাদুন্নবী(স.) ও পুরস্কার বিতরণ

IMG 20241002 WA0030

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

print news

নিজস্ব প্রতিবেদক, রাউজান :  রাউজান নোয়াপাড়া কচুখাইন মুহম্মদীয়া দরবার শরিফের উদ্যোগে পবিত্র জশনে ঈদে মিলাদুন্নবী(স.)উপলক্ষে (৩০সেপ্টেম্বর) সোমবার বাদ মাগরিব থেকে নুরানী মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্টান বীরমুক্তিযোদ্ধা আবদুল কুদ্দুছ মাস্টারের সভাপতিত্বে মাজার সংলগ্ন ময়দানে অনুষ্টিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন মুহম্মদীয়া দরবার শরিফের শাহাজাদা মাওলানা মুহাম্মদ হোসাইন শাহ ছাহেব(মা.জি.আ)।প্রধান ওয়ায়েজের ত্বকরির করেন অধ্যক্ষ আল্লামা হাসান রেযা কাদেরী,বিশেষ বক্তা ছিলেন মুফতি ওয়াহেদুর রহমান কাদেরী,খতিব মাওলানা জাহাঙ্গীর আলম। শুভেচ্ছা বক্তব্যে রাখেন আঞ্জুমানে রহমানিয়া বেতাগীয়া মুহাম্মদীয়া দরবার শরিফ কমিটির সেক্রেটারী জেনারেল মোঃ কামাল মিয়া।উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক কাজী নুরুল ইসলাম,ব্যবসায়ি মুঃ হোসেন,মোঃ জামাল সওদাগর,মোঃ আলী,হাফেজ কারী আবু বক্কর,ব্যবসায়ী আলহাজ্জ ইছমাইল তালুকদার,মাওলানা আয়ুব বদরী,মাওলানা নঈমুদ্দীন কাদেরী,হাফেজ আবু খালেদ সাইমন, মুহাম্মদিয়া মাদ্রাসার সুপার মাওলানা কামাল উদ্দিন প্রমুখ।এতে মেধাবী,সহ গরিব শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দ।পরে মিলাদ কিয়াম,মুনাজাত ও তাবরুক বিতরন করা হয়।

 

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ