এম কামাল উদ্দিন: চট্টগ্রামের রাউজান পৌরসভার ২০২৩-২৪ অর্থ বছরে ১০৯ কোটি ১৩ লাখ ৪৬ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১১টায় ভার্চুয়ালী প্রধান অতিথি থেকে বাজেট ঘোষণা অনুষ্ঠানের উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। পরে রাউজান পৌরসভার সম্মেলন কক্ষে বাজেট ঘোষণা করেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ।
বাজেটে ১০৯ কোটি ১৩ লাখ ৪৬ টাকা আয়, ৯৯ কোটি ৮৪ লাখ ৭২ হাজার ৩০২ ব্যয় এবং ৪ কোটি ৭৯ লাখ ৫০ হাজার ৪৬ টাকা উদ্বৃত্ত নির্ধারণ করা হয়। রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে পৌর নির্বাহী কর্মকর্তা অনিল চন্দ্র ত্রিপুরার সঞ্চালনায় অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওয়াব।
বক্তব্য রাখেন প্যানেল মেয়র আলহাজ্ব বশির উদ্দিন খান, দ্বিতীয় প্যানেল মেয়র অ্যাডভোকেট সমীর দাশগুপ্ত, কাউন্সিলর আলমগীর আলী, আজাদ হোসেন, অ্যাডভোকেট দিলীপ কুমার চৌধুরী, জসিম উদ্দিন চৌধুরী, মহিলা কাউন্সিলর নাছিমা আকতার, জেবুন্নেসা, জান্নাতুল ফেরদৌস ডলি, হিসাব রক্ষণ কর্মকর্তা সাকুর মিয়া, সহকারী প্রকৌশলী ওয়াসিম আকরাম, উপ সহকারী প্রকৌশলী মো. রাকিব উদ্দিন, প্রধান সহকারী সুমন কুমার বড়ুয়া।
এছাড়া কাউন্সিলরবৃন্দ, গণমাধ্যমকর্মী, ব্যাংকার, শিক্ষক, ব্যবসায়ী, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন। এসময় মেয়র বাজেট অধিবেশনে আশা বিভিন্ন শ্রেণী পেশার লোকজনের আধুনিক পৌরসভার গঠনে নানা প্রস্তাবের কথা মনোযোগ সহকারে শুনেন।
পৌরসভাকে নিয়ে পরিকল্পিত ভাবনার কথা জানিয়ে মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন,রাউজান পৌরসভা ইউজিআইপি-৪ প্রকল্পে অন্তর্ভূক্তি হয়েছে। এ প্রকল্পের প্রায় ৭০ কোটি টাকা বরাদ্দ প্রক্রিয়াধীন রয়েছে। নেদারল্যান্ড সরকারের সহযোগিতায় রাউজান পৌরসভা একটি ডেল্টা প্ল্যান চুক্তি স্বাক্ষর করেছি। অচিরেই পৌর এলাকার মানুষ এ প্ল্যানের সুফল ভোগ করবে। তিনি বলেন, রাউজান পৌরসভা সেবার গুণগত ভাবে মানসম্মত বিবেচিত হওয়ায় আর্ন্তজাতিক আই. এসও সনদ প্রাপ্তি সন্নিকটে। আমি শাসক নয়, সেবক হিসাবে দায়িত্ব পালন করতে চাই পৌরবাসীর।