রাউজান নোয়াপাড়ায় দাওয়াতে ইসলামী’র ওরশে আলা হযরত ইজতিমা-এ-জিকির মাহফিল অনুষ্ঠিত

IMG 20240903 234442

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

print news

নিজস্ব প্রতিবেদক, রাউজান : বৃষ্টি উপেক্ষা করে রাউজান নোয়াপাড়ায় দাওয়াতে ইসলামী’র ওরশে আলা হযরত ও সংগঠনের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে । ২ সেপ্টেম্বর সোমবার রাতে দাওয়াত ইসলামী বাংলাদেশ রাউজান উপজেলা শাখার ব্যবস্থাপনায় ওরশে আলা হযরত ও সংগঠনের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী নোয়াপাড়া ভারতশ্বরী প্লাজা সংলগ্ন মাঠে ইজতিমা এ জিকির ও নাত মাহফিলে প্রধান অতিথি ছিলেন দাওয়াতে ইসলামী বাংলাদেশের নিগরান মুহাম্মদ কামাল আত্তারী।দাওয়াতে ইসলামী রাউজান শাখার সভাপতি মুহাম্মদ সায়মন আত্তারীর সভাপতিত্বে ও সংগঠনের সদস্য মুহাম্মদ ইমরান ও জসিম মোস্তফা আত্তারীর যৌথ সঞ্চালনায় আবু বক্কর আত্তারী,মুহাম্মদ আরমান আত্তারী ,জসিম আত্তারী, ফারুক আত্তারী,মুহাম্মদ সাইফুদ্দীন আত্তারী, ইরফান আত্তারীসহ বহু দাওয়াতে ইসলামী বাংলাদেশের আলেম ওলামা উপস্থিত ছিলেন।মাহফিলে বক্তারা আলা হযরত এর জীবনী ও আল্লাহর রাসুল (সাঃ) শান নিয়ে আলোচনা করেন, শেষে মিলাদ কিয়াম, দেশ ও জাতির কল্যাণে মোনাজাত ও তাবরুক বিতরণ করা হয়।

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ