রাউজান এখন স্বৈরাচার মুক্ত: সাবেক রাষ্ট্রদূত গোলাম আকবর খোন্দকার

IMG 20240807 WA0010

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

print news
নিজস্ব প্রতিবেদক, রাউজান : সাবেক রাষ্ট্রদূত ও সংসদ সদস্য চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার বলেছেন, দীর্ঘ ১৮ বছর পর্যন্ত রাউজানের সাধারন জনগন এলাকায় থাকতে পারেনি, এলাকার মধ্যে  শান্তিতে অবস্থান করতে পারেনি। দুইদিন আগে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে সৈরাচারের পতন হয়েছে। এই রাউজান এখন স্বৈরাচার মুক্ত রাউজান। ৭ আগষ্ট বুধবার বিকেলে রাউজানের নোয়াপাড়া পথেরহাটে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নোয়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল হক বাবুলের সভাপতিত্বে ও বিএনপি নেতা আজিজুল হকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এম এ হালিম, রাউজান উপজেলা বিএনপির আহবায়ক জসিম উদ্দিন চৌধুরী, রাউজান উপজেলা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন, উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম নুরুল হুদা, সহ সাধারণ সম্পাদক এন এ বাবুল, উত্তর জেলা যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক মো. জানে আলম, জসিম উদ্দিন সিকদার, রাউজান উপজেলা বিএনপি নেতা সিরাজ মেম্বার, হাবিব মাস্টার, ব্যবসায়ী আলহাজ মো. শফি, রাউজান থানা যুবদল নেতা মো. মোরশেদ, এডভোকেট শাহারিয়ার হক ফাহিম। উপস্থিত ছিলেন নোয়াপাড়া যুবদলের সভাপতি শাকিল ইসলাম, নোয়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মো. জসিম, সমন্বয় কমিটির শাহাদাত হোসেন, রাউজান থানা ওলামা দলের নেতা শাহজাদা মো. হাসান, মো, নাছের উদ্দিন, এডভোকেট আবু সাইদ, উপজেলা নেতা মো. শওকত আলী, আইয়ুব মেম্বার , পৌরসভা যুবদলের আহবায়ক শাহজান শাকিল, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. ইরফান, এম এ মান্নান, হাসান মুরাদ, সহ আরো অনেকে।

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ