এম বেলাল উদ্দিন,রাউজান: গাউছিয়া কমিটি বাংলাদেশ রাউজান উত্তরসর্তা শাখার আয়োজনে ২২-তম তাজেদারে মদিনা সুন্নী কনফারেন্স ও দাওয়াতে খায়ের মাহফিল আগামিকাল (১২ ফেব্রুয়ারি) সোমবার সারাদিন ব্যাপি খানকাহ-এ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া ও ওমদা মিয়া নুরানী কমপ্লেক্স ময়দানে অনুষ্টিত হবে।পবিত্র ঈদে মিলাদুন্নবী(স.),ফাতেহায়ে ইয়াজদাহুম,বানীয়ে জামেয়া আহমদিয়া আল্লামা সৈয়্যদ আহমদ শাহ সিরিকোটি ও বানীয়ে গাউছিয়া কমিটি আল্লামা হাফেজ কারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ(রাহঃ) সালানা ওরশ মোবারক উপলক্ষে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করবেন চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া (কামিল)মাদরাসার প্রিন্সিপাল হাফেজ আল্লামা কাজী আবদুল আলীম রজভী (মা.জি.আ)।উদ্বোধক থাকবেন আলহাজ্জ মুহাম্মদ মোস্তাফিজুর রহমান।প্রধান অতিথি থাকবেন বীরমুক্তিযোদ্ধা আলহাজ্জ এম আবদুল ওহাব।বিশেষ অথিতি থাকবেন স্থানিয় ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম ও ইউনিয়ন গাউছিয়া কমিটির সভাপতি আলহাজ্জ মুঃ শাহালম।বাদে মাগরিব দাওয়াতে খায়ের উপর তালিম দেবেন সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের ইসলামি শিক্ষা বিভাগের চেয়ারম্যান আল্লামা সৈয়্যদ মুঃ জালাল উদ্দিন আযহারী।প্রধান বক্তা থাকবেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া (কামিল)মাদরাসার মুদাররিস তরুন বক্তা মাওলানা জয়নুল আবেদীন আল কাদেরী।জানাগেছে সোমবার সকাল ১০টায় মহিলা দাওয়াতে খায়ের মাহফিল,বাদে যোহর পবিত্র খতমে কোরআন,পবিত্র মাজমূ’আহ সালাওয়াতে রাসূল,পবিত্র খতমে গাউছিয়া শরিফ,বাদ আসর হতে ওয়াজ মাহফিল,বাদ মাগরিব দাওয়াতে খায়ের মাহফিল,বাদ এশা আখেরী মোনাজাত,মিলাদ কিয়াম ও তাবরুক বিতরন কর্মসূচী রয়েছে।মাহফিলকে কেন্দ্র করে খানকাহ-এ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া ও ওমদা মিয়া নুরানী কমপ্লেক্স ময়দান সহ আশপাশে হরেক রকমের লাইটিং করে সজ্জিত করা হয়েছে।স্থানিয় আবদুল করিম সড়কটিতে কালেমা রচিত পতাকা ও সংগঠনের পতাকা দিয়ে সাজসজ্বা করা হয়েছে।গত একসপ্তাহ ধরে দাওয়াতি কার্যক্রম চালিয়েছে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।ঐ কনফারেন্সকে কেন্দ্র করে রবিবার রাত ৮টায় এরিপোর্ট লিখা পর্যন্ত মাহফিল স্থলে চলছে সর্বশেষ প্রস্তুতি।কনফারেন্স বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ও সভাপতি মাস্টার মোহাম্মদ ওসমান গণি,আহবায়ক মোঃ গোলাম রহমান,সচিব মাস্টার মোঃ রফিকুল আলম সিকদার সকলের সহযোগিতা ও উপস্থিতি কামনা করেছেন।