নিজস্ব প্রতিবেদক : রাউজান : চট্টগ্রামের রাউজান উপজেলার বিভিন্ন সড়ক ও বিভিন্ন প্রতিষ্ঠানের আঙ্গিনায় আগামী ১৭ জুলাই সোমবার উৎসবমুখর পরিবেশে এক ঘন্টায় ৫ লাখ গাছের চারা রোপন করা হবে । রাউজানকে গ্রীণ ও প্রাকৃতিক ভাবে সৌন্দর্য উপজেলা গড়ার লক্ষ্যে নিয়ে বৃক্ষরোপন কর্মসূচী হাতে নেওয়া হয়েছে। এ কর্মসূচীকে সামনে রেখে গতকাল ১৪ জুলাই শুক্রবার বিকালে রাউজান উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রস্তুতি মূলক সভা করেছেন উপজেলা আওয়ামী ও অঙ্গ সংগঠনের উদ্যোগে। প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসাবে দিকনির্দেনা মূলক বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি।
উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরীর সঞ্চলনায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি কাজী ইকবাল, শাহ আলম চৌধুরী, রাউজান পৌরসভা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক সৈয়দ আবদুল জব্বার সোহেল, উপজেলা কৃষক লীগের সভাপতি পৌর কাউন্সিলর আলমগীর আলী, সাধারন সম্পাদক জিয়াউল হক সুমন, পৌরসভা কৃষক লীগের সভাপতি আলী আজগর চৌধুরী, সাধারন সম্পাদক তসলিম উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক শাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু সহ রাউজানের ১৪ ইউনিয়নের চেয়ারম্যান, পৌরসভার কাউন্সিলর, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগের নেতৃবৃন্দরা প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ফজলে করিম চৌধুরী এমপি ২০১৭ সালে রাউজানে এক ঘন্টায় ৪ লাখ ৮৭ হাজার গাছের চারা রোপন করে জাতীয় কৃষি পদক লাভ করেন। এবারও এক ঘন্টায় ৫ লাখ গাছের চারা রোপন কর্মসূচীতে প্রশাসনের কর্মকর্তা কর্মচারী, স্কুল কলেজের শিক্ষক, ছাত্রছাত্রীসহ প্রায় পঞ্চাস হাজার দলীয় নেতাকর্মী অংশ নেওয়ার কথা রয়েছে। এ কর্মসুচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত সম্মতি জ্ঞাপন করেছেন সরকারের কৃষি মন্ত্রী ড. আবদুর রাজ্জাক।