রাউজানে হযরত এয়াছিনশাহ (রহঃ) বার্ষিক ওরশ শরিফ শনিবার 

Untitled 1 copy 1

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

print news

নিজস্ব প্রতিবেদক, রাউজান : রাউজান উপজেলার এয়াছিন্নগরস্থ বার আউলিয়ার অন্যতম হাযত রাওয়া মুশকিল কোষা হযরত এয়াছিনশাহ (রহঃ)বার্ষিক ওরশ শরিফ( ২০ এপ্রিল শনিবার) সারাদিন ও সারারাত ব্যাপি মাজার প্রাঙ্গনে অনুষ্টিত হবে।এতে বাদ আছর থেকে রাত পর্যন্ত খতমে কোরআন, মোজমোয়ায়ে ছালাওয়াতে রাসুল (স.),খতমে গাউছিয়া,খতমে খাজেগান,ওয়াজ,মিলাদ,মোনাজাত অনুষ্টিত হবে।এরপর রাতে ও বাদে ফজর নেয়াজ (তাবরুক)বিতরন করা হবে।এতে সকলের উপস্থিতি কামনা করেছেন দরগাহ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক  ও রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব একে এম এহছানুল হায়দর চৌধুরী বাবুল।

 

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ