রাউজানে হঠাৎ অস্ত্রধারীদের ফাঁকা গুলি

IMG 20240908 011538

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

print news

ডেস্ক নিউজ : রাউজানে হঠাৎ ফাঁকা গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যায় নোয়াপাড়া পথের হাট এলাকায় এ ঘটনা ঘটে। মুর্হুতে গুলাগুলির শব্দে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। সড়কে থাকা মানুষ দিক-বেদিক ছুটতে থাকেন। ব্যবসায়ীরা দোকান বন্ধ করে যে যেদিকে পেরেছেন নোয়াপাড়া ত্যাগ করেছেন। ১৫-২০ মিনিটের মধ্যে পুরো জনশূণ্য হয়ে পড়ে নোয়াপাড়া পথের হাট বাজার । এসময় যুবদল নেতা ফরিদ উদ্দিন (৫৬) নামের এক নেতা গুলিবিদ্ধ হয়েছে। গুলিবিদ্ধ ফরিদকে উদ্ধার করে প্রথমে নোয়াপাড়া পথেরহাটের কসমিক হাসপাতালে নিয়ে যান। পরে তাকে চিকিৎসকরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। গুলিবিদ্ধ ফরিদ রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের বদুমুন্সিপাড়া এলাকার বাসিন্দা। নাম প্রকাশে অনিচ্ছুক ঘটনার এক প্রত্যক্ষদর্শী বলেন, আমরা নোয়াপাড়া বসে কথা বলছিলাম। হঠাৎ গোলাগুলির শব্দ পেয়ে আমরা দৌঁড়ে দ্রুত নিরাপদ স্থানে চলে যাই। তবে কী কারণে এবং কারা এ ঘটনা ঘটিয়েছে তা কেউ আঁচ করতে পারেনি। শনিবার সন্ধ্যায় আট দশজনের একটি দল পথেরহাটে (চট্টগ্রাম-কাপ্তাই সড়কের উপর) অবস্থান নিয়ে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে। এসময় বাজারের আতঙ্কিত ব্যবসায়ীরা হুড়াহুড়ি করে দোকান বন্ধ করে দেয়। কিছুক্ষণের জন্য সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। প্রায় ১৫ থেকে ২০ মিনিট এমনকাণ্ড ঘটিয়ে অস্ত্রধারীরা ঘটনাস্থল ত্যাগ করে বলে জানা গেছে। শনিবার রাত সোয়া ৮টায় রাউজান থানার পরিদর্শক (ওসি তদন্ত) সিদ্দিকুর রহমান বলেন, আমরা গোলাগুলির ঘটনার তথ্য পেয়ে ঘটনাস্থলে আছি । ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত পরে জানানো হবে। ঘটনাস্থল পরিদর্শনে আসা রাউজান- রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার হুমায়ুন রশিদ শনিবার রাত সাড়ে নয়টায় বলেন, ঘটনাস্থলে আছি। বাজারের লোকজনের সাথে কথা বলছি। গোলাগুলির ঘটনা সঠিক। পরে বিস্তারিত জানানো হবে।

 

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ