রাউজানে হক কমিটির মিলাদ মাহফিল অনুষ্ঠিত

received 1032434111688889

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

print news

নিজস্ব প্রতিবেদক, রাউজান : মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান রশিদর পাড়া শাখার ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বিশ্ব অলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) এর ৩৬ তম ওরশ শরীফ উপলক্ষে আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত। ২৫ সেপ্টেম্বর বুধবার বাদে মাগরিব আয়োজিত  মিলাদ মাহফিলে রাউজান রশিদর পাড়া শাখার সভাপতি মুহাম্মদ নূরুল আলম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রাকিবের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা ক” জোনের সমন্বয়ক আল্লামা তরিকুল ইসলাম মাইজভাণ্ডারী।উদ্ভোধক ছিলেন রাউজান উপজেলা ক”জোনের সমন্বয়ক  মুহাম্মদ আনিসুল খান বাবর, প্রধান আলোচক ছিলেন  রাউজান দারুল ইসলাম কামিল মাদ্রাসার সিনিয়র মুদ্দারিস মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম, রাউজান উপজেলা খ ” জোনের সমন্বয়ক মাওলানা মোহাম্মদ মহিম উদ্দীন মাইজভান্ডারী।বিশেষ অতিথি ছিলেন  রাউজান উপজেলা গ” জোনের  সমন্বয়ক কাজী মুহাম্মদ আসলাম,আলহাজ্ব মুহাম্মদ আবদুল খালেক চৌধুরী, সাংবাদিক শাহাদাত হোসেন সাজ্জাদ, দক্ষিণ হিংগলা কলমপতি শাখার সভাপতি মুহাম্মদ সেলিম, সাধারণ সম্পাদক মুহাম্মদ নাছির উদ্দীন, মুহাম্মদ আনোয়ার সওদাগর, মাওলানা মোহাম্মদ নিজাম উদ্দিন, মাওলানা ওমর ফারুক, মাওলানা জিয়া উদ্দিন, হাফেজ আহমদুল রাহমান ফয়েজ, মুহাম্মদ মোহরম মিয়া, মুহাম্মদ রাসেদ। মিলাদ কিয়াম শেষে দেশ ও জাতির  কল্যাণে মোনাজাত করা হয়।

 

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ