নিজস্ব প্রতিবেদক, রাউজান : মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, রাউজান রশিদর পাড়া শাখার উদ্যোগে আহলে বায়তে রাসুল (স:)এর স্মরণে শীর্ষক আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠান ১৯ আগষ্ট শনিবার সংগঠনের সভাপতি আলহাজ্ব আব্দুল নবী মেম্বারের সভাপতিত্বে রশিদরপাড়া হাটখোলা এলাকায় অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা মহিম উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের সদস্য মাওলানা কাজী হাবিবুল হোসাইন মাইজ ভান্ডারী। তকরির করেন মাওলানা সিরাজুল ইসলাম সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় পর্ষদের সদস্য মঞ্জুরুল ইসলাম চৌধুরী, এস এম মহিবুল্লাহ্, রাউজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলম, কেন্দ্রীয় সদস্য অধ্যাপক আবু তাহের,রাউজান উপজেলা সমন্বয়ক মামুন মিয়া, মাওলানা তরিকুল ইসলাম, আনিসউল খান বাবর, সাদিকুজ্জামান সফি, আক্কাস উদ্দিন মানিক, মোঃ আলী মাস্টার, নাজিমুদ্দিন কালু, শাহাদাত হোসেন সাজ্জাদ, আব্দুল হালিম সেলিম, খোরশেদুল আলম, কাজী আসলাম উদ্দিন, আব্দুল খালেক চৌধুরী,নুরুল আলম চৌধুরী, এমদাদ হোসেন রিপন, রায়হান ইসলাম। পরে মাইজভাণ্ডারী প্রচার প্রসারের অবদান রাখায় ১৮জনকে সংবর্ধনা দেয়া হয়। মিলাদ কিয়াম শেষে দেশ জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।
সম্পর্কিত
রাউজানে পূর্ব গুজরায় আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়্যব শাহ্ (রহ;)’র সালানা ওরশ সম্পন্ন
পড়া হয়েছেঃ ২০৩ নিজস্ব প্রতিবেদক,রাউজান: গাউছিয়া কমিটি বাংলাদেশ দঃ রাউজানের ১০নং পূর্ব গুজরা ইউনিয়ন শাখার ব্যবস্থাপনায় শোহাদায়ে কারবালাদর স্মরণে, আওলাদে…
রাউজান পূর্ব গুজরায় দুইদিন ব্যাপি ঈদে মিলাদুন্নবী(দ.) মাহফিল অনুষ্ঠিত
পড়া হয়েছেঃ ৩২ নিজস্ব প্রতিবেদক, রাউজান : রাউজান পূর্ব গুজরায় দুই দিনব্যাপী ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৭ ও…
দরবার এ বেতাগী বেতাগী আস্তানা শরীফের ১১৪ তম জশনে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পন্ন
পড়া হয়েছেঃ ৩৯ নিজস্ব প্রতিবেদক, রাউজান : উপমহাদেশের বৃটিশ বিরোধী আন্দোলনের বীর পুরোধা ব্যাক্তিত্ব আধ্যাত্নিক সাধনার প্রাণ পুরুষ রাঙ্গুনিয়া দরবারে…