রাউজানে সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কের শৃঙ্খলা জোরদারে প্রশাসনের অভিযান

received 1000291275139860

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

print news

নিজস্ব প্রতিবেদক, রাউজান : সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কের শৃঙ্খলা জোরদার করতে অভিযানে নেমেছে রাউজান উপজেলা প্রশাসন। ৩১ মে শুক্রবার বিকালে রাউজান পৌরসভার জলিল নগর এলাকায় চট্টগ্রাম-রাঙামাটি সড়কে থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংগ্যজাই মারমা। এসময় সড়ক পরিবহন আইনে ৫ জনকে ১০ হাজার এবং বন আইনে ১জনকে ২ হাজার টাকাসহ ৬জনকে ১২ হাজার টাকার অর্থদণ্ড প্রদান করা হয়। এ প্রসঙ্গে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা বলেন, সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কের শৃঙ্খলা জোরদার করতে অভিযান পরিচালনা করা হয়েছে। উল্টোপথে গাড়ি চালানোসহ সড়ক পরিবহন আইন অমান্যকারী ৬জনকে ১২ হাজার টাকার অর্থদণ্ড দেয়া হয়েছে। এছাড়া বেশ কিছু পরিবহন চালকদের প্রাথমিকভাবে সতর্ক করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ