রাউজানে সড়ক দুর্ঘটনায় দুই ভাইয়ের মৃত্যু, আহত ১

IMG 20230706 201154

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

print news

নিজস্ব প্রতিবেদক, রাউজান : রাউজান পাহাড়তলী চট্টগ্রাম তাপবিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন একটি কমিউনিটি সেন্টারে বিয়ে অনুষ্ঠানে যাওয়ার পথে সিএনজি অটোরিক্সার সাথে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে । নিহত দুই সহোদর মাওলানা মমতাজ (৬৫) ও মো. আক্কাস (৬৩)। তারা রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের কাজীপাড়ার কাজী নাদের হোসেনের ছেলে। নিহতদের ভাগিনা নোয়াপাড়া পথেরহাট ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান বলেছেন তার দুই মামা সিএনজি অটোরিক্সায় যুগে প্রতিবেশির এক বিয়ে অনুষ্ঠানে যাচ্ছিলেন (৬জুলাই) বৃহস্পতিবার আড়াইটার দিকে। তাদের বহনকারী সিএনজি অটোরিক্সাটি (চট্টগ্রাম-থ ১৪০৮৫৮) চট্টগ্রাম কাপ্তাই সড়কের চট্টগ্রাম( রাউজান) তাপবিদ্যুৎ কেন্দ্রের পশ্চিম পার্শ্বের সড়ক বাঁকে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের (বরিশাল-ন ১১-০৬০১) ঢাকা পাংচাড় হয়ে সিএনজির উপর এসে পড়ে। এই ঘটনায় নিহত দুজনসহ সিএনজিতে থাকা অপর একজন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে দুজনকে মৃত ঘোষনা করে। এই ঘটনায় আহত জয়নাল আবেদীন (৫০) চিকিৎসাধীন রয়েছে। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন ঘটনা স্বীকার করে বলেন, হতাহতদের পরিবার থেকে কারো বিরুদ্ধে অভিযোগ না করার সিদ্ধন্ত দেয়ায় ময়নাতদন্ত ছাড়াই নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় নিহতদের লাশ বাড়িতে পৌঁছলে শোকের মাতম দেখা গেছে।

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ