রাউজানে সড়ক দুর্ঘটনায় একসঙ্গে দুইভাই নিহতের ঘটনায় চালক কারাগারে

IMG 20230708 120532

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

print news

নিজস্ব প্রতিবেদক,রাউজান : চট্টগ্রামের রাউজানে পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে দুই ভাইয়ের মৃত্যুর ঘটনায় পিকআপ চালক আমিন রসুল (২২) ‘র বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। শুক্রবার রাউজান থানার উপ পরিদর্শক জয়নাল আবেদীন বাদি হয়ে এ মামলা দায়ের করেন। এদিকে অভিযুক্ত চালক আমিন রসুলকে (২২) গ্রেপ্তার করে ৭জুলাই শুক্রবার দুপুরে চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। গ্রেপ্তার আমিন রসুল রাউজান উপজেলার দক্ষিণ পাহাড়তলী চৌধুরী হাটের সেকান্দর কলোনীতে বসবাস করলেও তিনি সন্দীপ উপজেলার মুছাপুর গ্রামের মো. আকবরের ছেলে। রাউজান থানা সূত্রে জানা যায়, সিএনজি চালিত অটোরিকশাযোগে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় পাহাড়তলী হযরত কাতাল পীর শাহ (রা.)’র মাজার গেইটের সামনে চট্টগ্রাম-কাপ্তাই সড়কে পিকআপের ধাক্কায় অটোরিকশায় থাকা তিনজন গুরুতর আহত হন। পরে মাওলানা মমতাজ উদ্দিন (৬৫) ও মো. আক্কাস উদ্দিন (৬৩) নামে দুই আপন ভাই মারা যান। তারা দুজন রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের কাজীপাড়ার কাজী নাদের হোসেনের ছেলে। আক্কাস উদ্দিন তিন ছেলে এবং মমতাজ উদ্দিনের দুই ছেলে ও তিন মেয়ের জনক । একই ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। এর মধ্যে একজন হলেন একই গ্রামের জয়নাল আবেদীন (৫০)। আহত অটোরিকশা চালকের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় দ্রুত ও বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে গুরুতর আহত ও মৃত্যু ঘটনোর অপরাধে চালকের বিরুদ্ধে মামলা রুজু হয়। পুলিশ জানিয়েছে, বেপরোয়া গতির কারণে অটোরিকশা যাত্রী দুই ভাইয়ের প্রাণহানীর ঘটনা ঘটেছে। পিকআপ চালক আমিন রসুল বৈধ ড্রাইভিং লাইসেন্স দেখাতে পারেনি বলে নিশ্চিত করেছে পুলিশ। স্থানীয়রা বলেছেন, সড়ক দুর্ঘটনায় দুইভাই মারা যাওয়ার ঘটনায় পুরো রাউজানে শোকের ছায়া নেমে এসেছে। নিহত দুই ভাইয়ের মধ্যে বৃহস্পতিবার রাতে নামাজে জানাজা শেষে মো. আক্কাস উদ্দিনের মরদেহ দাফন করা হলেও অপর ভাই মুহাম্মদ মমতাজ উদ্দিনের মরদেহ গতকাল শুক্রবার সন্ধ্যার আগে মরদেহ বাড়িতে পৌঁছায়। সে সময় স্বজনদের আহাজারীতে ভারি হয়ে উঠে সেখানকার পরিবেশ। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, সড়ক দুর্ঘটনায় দুইভাই নিহতের ঘটনায় থানায় মামলা হয়েছে। চালককে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়।

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ