নিজস্ব প্রতিবেদক,রাউজান: রাউজানে ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৯ তম জন্মাষ্টমীকে সামনে রেখে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ আগস্ট শুক্রবার প্রস্তুতি সভাটি অনুষ্ঠিত হয় রাউজান সার্বজনীন রাস বিহারী ধাম প্রাঙ্গণে। রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদ ও জন্মাষ্টমী উদযাপন পরিষদের যৌথ উদ্যােগে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী। জম্মাষ্টামী উদযাপন পরিষদের সচিব তপন দে’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ চট্টগ্রাম উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক শ্যামল পালিত। বিশেষ অতিথি ছিলেন রাউজান পৌরসভার প্যানেল মেয়র-২ এডভোকেট সমীর দাশ গুপ্ত, পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি ইউপি চেয়ারম্যান রাবিন্দ্র লাল চৌধুরী, রুনু ভট্টাচার্য, অশোক পালিত, টিপু কান্তি দে, সাংবাদিক প্রদীপ শীল, পৌরসভা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উজ্জ্বল কান্তি দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক ছাত্র নেতা অনুপ চক্রবর্ত্তী, ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের নেতা ইউপি সদস্য মিঠু শীল, ইউপি সদস্য দীলিপ কুমার দে, ইউপি সদস্য প্রদীপ দাশ, শিমুল বিশ্বাস, ডা. রিগেন শীল, শম্ভু মজুমদার প্রমুখ। প্রস্তুতি সভায় শ্রীকৃঞ্চের জন্মাষ্টমীর র্যালি ও মঙ্গল শোভাযাত্রায় দশ হাজার কৃষ্ণ ভক্তের সমাগম হবে বলে জানানো হয়। একই সাথে ভক্তদের ঐদিন নানা কর্মসূচি বাস্তবায়নে সকাল নয়টায় উপজেল পরিষদ মাঠে সমেবত হওযার আহবান জানানো হয় কমিটির পক্ষ থেকে। উল্লেখ, বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণের জন্ম এই পুণ্য তিথিতে হয়েছিল বলে প্রতি বছর জন্মাষ্টমীর আয়োজন করে থাকেন হিন্দুধর্মাবলম্বীরা । জানা যায়, মানুষের হিংসা যখন চরম আকার নেয়, চারিদিকে যখন অরাজকতা ছড়িয়ে পড়ে তখনই ভগবান বিষ্ণু অবতার রূপ ধারণ করে পৃথিবীতে আসেন বলে মনে করেন তারা।