রাউজানে শোহাদায়ে কারবালা মাহফিল ১৫জুলাই প্রস্তুুতি সভা অনুষ্টিত

IMG 20240707 WA0009

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

print news

নিজস্ব প্রতিবেদক, রাউজান: রাউজান আমিরহাট ১৩-তম মহান শোহাদায়ে কারবালা মাহফিলের বাজেট পেশ,দাওয়াতি কার্যক্রম,স্থান নির্ধারন সহ যাবতীয় কর্মসূচী বাস্তবায়নের লক্ষে (শনিবার ৬জুলাই)রাতে প্রস্তুুতি সভা হযরত এয়াছিনশাহ উচ্চ বিদ্যালয় শিক্ষক মিলনায়তনে মাহফিলের প্রতিষ্টাতা চেয়ারম্যান মাওলানা এম বেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্টিত হয়। আহবায়ক/সচিব মোঃ জাবেদ ও মাওলানা মোজাম্মেল হোসাইনের যৌত সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন স্কুল শিক্ষক মোঃ ফরিদ মিয়া।এতে কোরআন তেলোয়াত করেন হাফেজ মাওলানা ওমর ফারুক। নাত পরিবেশন করেন শায়ের মাওলানা আবদুল মাবুদ রযভী ও শায়ের মাওলানা নঈমুল হক।এতে মতামত দিয়ে বক্তব্য রাখেন কমিটির উপদেস্টা আলহাজ্ব মাওলানা সোলায়মান চৌঃ,আওয়ামীলীগ নেতা মোঃ শাহাব উদ্দিন,শেখ মোঃ জাহাঙ্গীর,ডাক্তার মোঃ ফারুক উদ্দিন,মোঃ ফরমান চৌঃ,মোঃ আবদুর রশিদ স্বপন,মাওলানা দিদারুল আলম নুরী,প্রবাসী আহমদ ছাফা,মোঃ রাসেদ কোম্পানী,এমদাদ হোসেন বাবর,মোঃ বাহাদুর ।উপস্থিত ছিলেন কমিটির সদস্য মাওলানা মিনহাজ উদ্দিন,মোঃ হাসান,প্রবাসী সদস্য মোঃ সাজ্জাদ হোসাইন,মোঃ মোজাফফর হোসাইন আদিব,মাওলানা এমরান হোছাইন,প্রচার সম্পাদক নাজিম উদ্দিন ভান্ডারী, মাওলানা এয়ার মোহাম্মদ,ছৈয়দুল আলম,মোঃজাহাঙ্গীর আলম,মোঃ ইসমাইল হোসেন,মোঃ শাহাদত,মোঃ নয়ন উদ্দিন,সাজ্জাদ হোসেন,মোঃ সবুর,মোঃ বদিউল আলম,মোঃ রিটন,মোঃ নঈম উদ্দিন প্রমুখ।এতে ১লক্ষ টাকার বাজেট সহ আগামি ১৫জুলাই সোমবার মাহফিলের তারিখ নির্ধারন করা হয়। প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান একে এম এহছানুল হায়দর চৌধুরী বাবুল ও প্রধান ওয়ায়েজ হিসাবে মুফতি আলহাজ্ব সৈয়্যদ মুঃ হাসান মুরাদ কাদেরীর নাম সভার  সর্ব সম্মতিক্রমে গৃহিতি হয়। পরিশেষে মিলাদ কিয়াম আখেরী মুনাজাত ও তাবরুক বিতরণ করা হয়।

 

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ