চট্টলা ডেস্ক : মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান দক্ষিণ হিংগলা কলম পতি ০৯ নং ওয়ার্ড শাখার উদ্যোগে, সংগঠনের প্রবাসী সদস্য নজরুল ইসলাম তুষারের দক্ষিন হিংগলা শান্তি নগরস্থ বাসভবনে গত ১২ আগষ্ট শুক্রবার বাদে এশা পবিত্র শোহাদায়ে কারবালা ও বিশ্ব অলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ)এর স্বরণে মিলাদ মাহফিল ও জিকিরে ছেমা মাহফিল অনুষ্ঠিত হয়।মাহফিলে সভাপতিত্বে করেন মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সদস্য ও রাউজান প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ শফিউল আলম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি পুর্ব গহিরা শাখার সভাপতি এন আর বি, সি ব্যাংক রাউজান শাখার ব্যবস্থাপাক নুরুল হুদা। সংগঠনের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সজীবের পরিচালনায় প্রধান আলোচক হিসেবে তকরীর করেন মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান রশিদর পাড়া শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ মহিম উদ্দীন মাইজভাণ্ডারী, বিশেষ অতিথি ছিলেন, মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা সমন্বয়ক নাজিম উদ্দিন কালু, মাহফিলে আরো উপস্থিত ছিলেন, কাজী মোহাম্মদ আসলাম, রাসেল, স্বপন বড়ুয়া, মুহাম্মদ সেলিম উদ্দীন মুহাম্মদ নাছির উদ্দীন, মুহাম্মদ আনোয়ার সওদাগর, জিকিরে ছেমা মাহফিল পরিবেশন ও তবরুক বিতরন করা হয় ।
সম্পর্কিত
মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি চিকদাইর শাখা-২ এর কাউন্সিল অধিবেশন সম্পন্ন
পড়া হয়েছেঃ ৫১৮ নিজস্ব প্রতিবেদক, রাউজান : মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ চিকদাইর ইউনিয়ন শাখা- ২এর বার্ষিক কাউন্সিল অধিবেশন গতকাল…
পশ্চিম রাউজানে নতুন দুর্গাপূজার আত্মপ্রকাশ, উদ্বোধন করলেন চিৎম্ময় ব্রম্মাচারী
পড়া হয়েছেঃ ৪৬৪ প্রদীপ শীল, রাউজান: রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের পশ্চিম রাউজান বাদল মাস্টার বাড়ীতে নতুন একটি শারদীয় দুর্গাপূজার আত্ম…
গাউছিয়া কমিটি ছমদ আলী সিকদার পাড়া ইউনিট শাখার নতুন কমিটির অভিষেক ও সালানা ওরস উদযাপিত
পড়া হয়েছেঃ ২২৬ নিজস্ব প্রতিবেদক, রাউজান : গাউছিয়া কমিটি বাংলাদেশ রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের ছমদ আলী সিকদার পাড়া ইউনিট শাখার…