

নিজস্ব প্রতিবেদক, রাউজান : চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় আহত সৈয়দ আহমেদ শফি (৮১) নামের এক বৃদ্ধ পথচারীর মৃত্যু হয়। ৯ জুলাই (রবিবার) দুপুর ২টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু বরণ করেন। নিহত বৃদ্ধ রাউজান পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম গহিরার আবুদ্দার বাড়ির মৃত সৈয়দ মালেকের ছেলে। কাউন্সিলর আলমগীর আলী বলেন, রবিবার সকাল সাড়ে ৯টার দিকে শফি একটি মসজিদে খতমে কোরআন অংশ নিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে বেপরোয়া গতির একটি মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেন। এতে তিনি মারাত্মক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে জেকে মেমোরিয়াল হাসপাতালে পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে তার লাশ বাদে এশায় জানাজা শেষ দাফন সম্পন্ন করা হয়। নিহত শফি ১ পুত্র ও ৪ কন্যা সন্তানের জনক।
