রাউজানে মাদ্রাসা শিক্ষককে অশ্রু নয়নে বিদায়!

received 1148384250049143

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ

print news

নিজস্ব প্রতিবেদক, রাউজান : রাউজান গর্জনিয়া রহমানিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক ও জমিয়তুল মোদার্রেছীন বাংলাদেশ রাউজান উপজেলার সদস্য মুহাম্মদ জাফর আলী ছিদ্দিকীর অবসর জনিত বিদায় সংবর্ধনা (৩১অক্টোবর বুহস্পতিবার) দুপুরে মাদ্রাসা হলরুমে অধ্যক্ষ আল্লামা কারী আবু তৈয়ব হামিদীর সভাপতিত্বে অনুষ্টিত হয়।মাদ্রাসা শিক্ষক মাওলানা মাসুমুর রশিদ কাদেরীর সঞ্চালনায় বক্তব্যে রাখেন সংবর্ধেয় বিদায়ি শিক্ষক মুহাম্মদ জাফর আলী ছিদ্দিকী।বিশেষ অথিতি ছিলেন মাদ্রাসার প্রাক্তন ছাত্র ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি মাওলানা এম বেলাল উদ্দিন। বক্তব্যে রাখেন সহকারী অধ্যাপক এস এম রফিকুল ইসলাম,মোঃ রমজান আলি,মোঃ জমির উদ্দিন উদ্দিন,প্রভাষক মাওলানা মনির উদ্দিন আহমদ,সৈয়দ মুঃ আসিফ উল্লাহ, শিক্ষক সৈয়দ মাওলানা লুৎফুর রহমান,জমিয়তের দপ্তর সম্পাদক মাওলানা নাসির উদ্দিন, মাওলানা জাফর আলম নুরী। উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্র মাওলানা দিদারুল আলম কাদেরী,সৈয়্যদ মোঃ গিয়াস উদ্দিন,মোঃ কুতুব উদ্দিন, মোঃ মহসিন,মাওলানা রাসেদ রেযা,মাওলানা হাসানুল করিম।বিদায়ি শিক্ষককে বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে।তিনি কান্নাজিত কন্ঠে সেসময় সকলের নিকট দোয়া ও ক্ষমা চান।বাকী জীবন যেন হ্বকের উপর অটল থেকে দুনিয়া থেকে বিদায় নিতে পারেন আল্লাহর কাছে সে প্রার্থনা করেন তিনি।মাদ্রাসা প্রিন্সিপাল বলেন একটি প্রতিষ্টানে শুরু থেকে শেষ পর্যন্ত থাকা এটিও একটি বড় কারামত।পরে প্রিন্সিপাল,শিক্ষক,কর্মচারী, শিক্ষার্থীরা নাত পড়ে পড়ে তাঁকে গাড়িতে তুলে দিয়ে অশ্রু নয়নে বিদায় দেন।একই অনুষ্টানে ফাতেহায়ে এয়াজদাহুম মিলাদ মুনাজাত ও সির্নী তাবরুক বিতরন করা হয়।উল্লেখ্য,জাফর আলী ছিদ্দিকী ১৯৮১সালের ১লা জানুয়ারি থেকে ৩১অক্টোবর ২০২৪ সাল পর্যন্ত অত্র মাদ্রাসায় শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন।তাঁর জম্ম হলদিয়া ইউপির এয়াছিন্নগর গ্রামে।

 

নিউজটি অন্যদের সাথে শেয়ার করুনঃ